সারা দেশের সঙ্গে একযোগে নাটোরের বড়াইগ্রামে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা। বৃহস্পতিবারে এ পরীক্ষায় বড়াইগ্রাম উপজেলা থেকে চার হাজার একশত সাত জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।
এসএসসি ৪টি কেন্দ্রে মোট পরিক্ষার্থী ২৭৭২ জন, কারিগরি ০২ টি কেন্দ্রে পরিক্ষার্থী ৯৬০ জন এবং দাখিল ০১ টি কেন্দ্রে ৩৭৫ জন সর্বমোট ৪১০৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, প্রথম দিন পরীক্ষা চলছে। পরীক্ষা কেন্দ্রের চারপাশে ১৪৪ ধারা জারি আছে। কোন ধরনের অপ্রিতীকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসরাফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টরা দেখভাল করছেন।
পরীক্ষা নির্বিঘ্ন করতে পুলিশ ও আনসারসহ কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে