× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোপালগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ১৫ হাজর ২৫৯ জন শিক্ষার্থী

গোপালগঞ্জ প্রতিনিধি।

১০ এপ্রিল ২০২৫, ১৭:৫০ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।  

আজ (১০ এপ্রিল) থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে আগামী ১৩ মে পর্যন্ত। এবারও বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার রুটিনে উল্লেখিত নির্দিষ্ট দিনগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। যানজট এড়াতে শিক্ষা বোর্ড থেকে আগেই শিক্ষার্থীদেরকে পরীক্ষা শুরু হওয়ার নূন্যতম ৩০ মিনিট পূর্বে প্রবেশপত্র সহ পরীক্ষায় ব্যবহার্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া রয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এবার গোপালগঞ্জে মোট পরীক্ষার্থী ১৫ হাজার ২৫৯ জন। এর মধ্যে ভোকেশনাল ১১৪৮ জন ও দাখিলে ১১৫৮ জন।

জেলায় মোট ২৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। পাবলিক এ পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসক (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার সকল কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪টি পরিদর্শন টিম সার্বক্ষণিক ওই সব কেন্দ্র পরিদর্শন করেছেন।

বেলা ১০ টায় গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান জেলা শহরের এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সহ কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মুন্সী, জেলা তথ্য কর্মকর্তা মো. সুলাইমান, জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন সহপ্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ ও জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.