মিল মালিক সিন্ডিকেট ও সরকারের প্রতিনিধি সংস্থা বিসিক (কক্সবাজার) এর সমন্বিত ষড়যন্ত্রে কক্সবাজারের লবণ শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে কক্সবাজার লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের এক জরুরী মতবিনিময় সভা ১০ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেল ৪টার সময় কক্সবাজার কলাতলী রুপসী বাংলা রেস্টুরেন্ট হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
এ এসময় বক্তারা লবণের নায্যমূল্যার পাশি পাশি মিল মালিক সিন্ডিকেট ও সরকারের প্রতিনিধি সংস্থা বিসিক (কক্সবাজার) এর সমন্বিত ষড়যন্ত্রে কক্সবাজারের লবণ শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা জানান।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদের সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, মোহাম্মদ আব্দুল্লাহ, এহেছানুল করিম সাব্বির, শোয়াইবুল ইসলাম সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখে,কক্সবাজারে উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিতের দাবিতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ করেছে কক্সবাজার লবণ চাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ। গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে মহাসড়কের চকরিয়ার খুটাখালী এলাকায় সড়কে লবণ ঢেলে এ বিক্ষোভ করেন তারা। এ সময় সড়কের উভয় পাশে প্রায় দুই ঘণ্টা যানবাহন ব্যহত হয়।
তাদের দাবী, লবণ মিল মালিকরা সিন্ডিকেট করে দেশীয় লবণ শিল্পকে ধ্বংস করার কু-মানশে ইন্ডাস্ট্রিয়াল লবণের নাম দিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাকে নিয়ন্ত্রণ করে লবণ আমদানির এলসি অনুমোদন করার পায়তারা করছে বলেও দাবি করেন তারা।