× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় ইনডিপেনডেন্স কাপ ২.০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা প্রতিনিধি।

১১ এপ্রিল ২০২৫, ১৯:২৭ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

দেশের বিভিন্ন অঞ্চলের ১৬টি দলের অংশগ্রহণে গাইবান্ধায় শুরু হলো ইনডিপেনডেন্স কাপ . টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।

গাইবান্ধা জেলা স্টেডিয়ামে শুক্রবার (১১ এপ্রিল) সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা প্রশাসন টুর্নামেন্টের আয়োজন করেছে।

উদ্বোধনী দিনের প্রথম খেলায় ঢাকার টেন টুয়েলভ স্পোর্টিং ক্লাব ৫৩ রানে বগুড়ার ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে বগুড়ার ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমি ঢাকার টেন টুয়েলভ স্পোর্টিং ক্লাবকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায়।

প্রথম ব্যাট করেতে নেমে ঢাকার টেন টুয়েলভ স্পোর্টিং ক্লাব দল ২০ওভারে উইকেট হারিয়ে মোট ১৫৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে বগুড়ার ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমি ১৮. ওভারে ১০ উইকেট হারিয়ে মোট ১০৪ রান করে।

অন্যদিকে দিনে দ্বিতীয় খেলায় রংপুরের ইয়ং ক্রিকেট একাডেমি উইকেটে বগুড়ার টিএসআর ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে বগুড়ার টিএসআর ক্রিকেট একাডেমি প্রথম ব্যাট করেতে নেমে ১৯. ওভারে ১০ উইকেট হারিয়ে মোট ৯৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে রংপুরের ইয়ং ক্রিকেট একাডেমি ১৯. ওভারে ০৮ উইকেট হারিয়ে মোট ১০০ রান করে।

আয়োজকরা জানান, জেলার খেলাধুলার মানোন্নয়নে ক্রীড়াপ্রেমী তরুণদের মধ্যে আগ্রহ সৃষ্টির মাধ্যমে ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ঢাকা, রাজশাহী, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, জামালপুর এবং স্বাগতিক গাইবান্ধার ২টিসহ মোট ১৬টি দল অংশ টুর্নামেন্টে অংশ নিয়েছে। বিভিন্ন পর্বের খেলা শেষে আগামী ২০ এপ্রিল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক .কে.এম হেদায়েতুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো: আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শহীদ, ক্রীড়া সংস্থার সদস্য মনির হোসেন, ধীরেশ চক্রবর্ত্তী উজ্জল, আহসানুল কবির রুদ্র প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.