× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তারাকান্দায় ছেলের মুক্তি চেয়ে মায়ের সংবাদ সম্মেলন

এম এ কালাম, ময়মনসিংহ

১২ এপ্রিল ২০২৫, ১৮:৫৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় এজাহারে নাম নেই শ্যোন অ্যারেস্ট দেখিয়ে বাংলাদেশ নারী ফুটবল লীগের রংপুর যুব স্পোটিং ক্লাবের জেনারেল ম্যানেজার গ্রেফতার করায় ছেলে মো. খারুজ্জামান খানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার বৃদ্ধ মা জাহানারা বেগম। শনিবার  (১২ এপ্রিল) দুপুরে তারাকান্দা প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহানারা বেগম জানান, আমার ছেলে খায়রুজ্জামান খান তারাকান্দা এইচ এ ডিজিটাল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ নারী ফুটবল লীগের যুব স্পোটিং ক্লাবের জেনারেল ম্যানেজার। সে কোনও রাজনৈতিক দলের সাথে জড়িত নয়।

গত ৫ আগষ্টের পরে তারাকান্দা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়। ওই মামলায় গত ১০ এপ্রিল সন্ধ্যায় খারুজ্জামান খানের নিজ প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে জাহানারা বেগম আরো জানান, সে কোনও রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। কিন্তু বিগত সময়ে তার ছেলে প্রতিষ্ঠানের স্বার্থে সামাজিক ও বিভিন্ন সরকারি অনুষ্ঠানে যোগদান করেছে এবং সেখানে আওয়ামী লীগের ক্ষমতাসীন দলের লোকজন ছিলো। ওই সকল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার কারণে তাকে আওয়ামী লীগ উপাধি দেওয়া হয়েছে।

যা ভিত্তিহীন ও মিথ্যা আমার ছেলে আ.লীগের কোন পদ পদবীধারী নেতা না। উক্ত মামলায় এজাহারে তার ছেলের নাম না থাকা সত্ত্বেও ওই মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। ওই মামলায় খায়রুজ্জামান খান এখন জেল হাজতে। এসব গায়েবি মামলায় আমি এবং আমার পরিবার হতবাক।

এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি বর্তমান অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাসহ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.