× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রুমা উপজেলা বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘সাংগ্রাই’ উৎসব

উবাসিং মারমা, রুমা প্রতিনিধি

১৩ এপ্রিল ২০২৫, ১৫:০৩ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

রুমা উপজেলায়  বসবাসরত বৌদ্ধ ধর্মীয়  অনুসারী সকল অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘সাংগ্রাই’ উৎসব।

আজ (১৩ এপ্রিল) সকাল ১০টায় রুমা মারমা ওয়েলফেয়ার  থেকে আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রা শুরু হয়। উদ্বোধন করেন বান্দরবান ক্ষুদ্রনীর গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট ডাইরেক্টর (পি এ) চন্দ্রশেখর চাকমা এবং সংগীত শিক্ষক কালী পদ দে, তিনি নিজেও শোভাযাত্রায় অংশগ্রহণ করে উৎসবের শুভ সূচনা করেন।

চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, ম্রো ,খিয়াং, খুমি, সহ ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশ নেয়। ফেস্টুন, প্ল্যাকার্ড, বর্ণিল সাজ, গানের তালে তালে  বাজারে  অলিগলিতে প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি  রুমা বাজার  মারমা ওয়েলফেয়ার  গিয়ে একত্রিত হয়।

প্রতিটি জাতিগোষ্ঠী এই উৎসব নিজস্ব নামে উদ্যাপন করে। মারমারা একে বলে ‘সাংগ্রাই’, চাকমারা ‘বিজু’, ত্রিপুরারা ‘বৈসু’, তঞ্চঙ্গ্যারা ‘বিষু’, অন্যরা ‘চাংক্রান’ নামে অভিহিত করে।

বান্দরবান জেলা উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত এ উৎসব চলবে ১৩ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‍্যালি, বয়োজ্যেষ্ঠ পূজা, বুদ্ধস্নান, পিঠা উৎসব, ঐতিহ্যবাহী  খেলা,  কল্পতরু, তৈলাক্ত বাঁশে চড়া এবং শেষ তিনদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মৈত্রীয় পানি বর্ষণ বা জলকেলি।

শোভাযাত্রায় অংশগ্রহণকারী তরুণী ডনু মারমা  বলেন, এই সাংগ্রাইতে আমার একটাই চাওয়া-আমরা যেন মিলেমিশে থাকতে পারি।রুমা সকল  জাতি মিলে একত্রিত হয়েছি আজ। কী যে আনন্দ লাগছে, সেটা ভাষায় বোঝানো কঠিন বলে জানান। 

কেন্দ্রীয় উৎসব উদযাপন কমিটি সভাপতি উক্যসিং  মার্মা বলেন, প্রত্যেক বছর মত এ বছরেও বর্ষবরণ ও বর্ষবিদায়ের উৎসব সাংগ্রাই।  শোভাযাত্রার মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক সূচনা হলো। পাহাড়িদের  ঐতিহ্য  খেলাসহ নানা  অনুষ্ঠান ১৩-০৪-২০২৫ হতে ১৭ -০৪-২০২৫ এপ্রিল পর্যন্ত চলবে এবং সাংগ্রাই শুভেচ্ছা জানান। 

রুমা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহরাওয়ার্দী জানান সাংগ্রাই শোভাযাত্রা শান্তিপূর্ণ ভাবে হয়েছে পুলিশের ব্যস্তনি ছিলেন এবং শান্তিপূর্ণভাবে শোভাযাত্রাটি সম্পন্ন হয়েছে। এবং এলাকা জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন । 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.