লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি বাজারে ওয়ালটনের একটি শোরুম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার ভোর ৬টার দিকে আগুনে পুরো মার্কেট পুড়ে ছাই হয়ে যায়। এতে ১২টি দোকান সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে থাকা ফ্রিজ, এসি, টিভি, রাইস কুকারসহ ওয়ালটনের বিভিন্ন ইলেকট্রনিক পণ্য ও ফার্নিচার পুড়ে যায়। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সঠিক কারণ তদন্তের পর নিশ্চিত করা যাবে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত শোরুমের মালিক ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, “রাতেই সবকিছু ঠিকঠাক ছিল। সকালে খবর পাই আগুনে সব পুড়ে গেছে।”
এ বিষয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, “অগ্নিকাণ্ডের উৎস সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তদন্ত চলছে।”