× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামগড়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃমাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি।

১৩ এপ্রিল ২০২৫, ১৫:৪৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

খাগড়াছড়ির রামগড়ে গাঁজা সহ মোঃ মহিন উদ্দিন (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  পুলিশ। শনিবার (১২ এপ্রিল) রাতে রামগড় থানাধীন পৌরসভাস্থ দক্ষিণ গর্জনতলী এলাকায় ৩০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত মোঃ মহিন উদ্দিন রামগড় পৌরসভার দক্ষিণ গর্জনতলী এলাকার মৃত আব্দুল করিম মোল্লার ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্বাবধানে, রামগড় থানার অফিসার ইনচার্জ মো. মঈন উদ্দীন এর নির্দেশনায় এসআই (নি.) রাজু আহমেদ সঙ্গীয় এএসআই (নি.) মোঃ আব্দুল আলীম সহ  এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে রামগড় পৌরসভার ০৩ নং ওয়ার্ড দক্ষিণ গর্জনতলী কৃষি গবেষণাগারের পিছনে শরীফের ঘরের দক্ষিণ পাশে পুকুর সংলগ্ন চলাচলের পথের উপর হতে ৩০০ গ্রাম গাঁজা সহ  মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

রামগড় থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.