× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লালমনিরহাট জজকোর্টে স্বৈরাচার দোসরদের নিয়োগ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট প্রতিনিধি।

১৩ এপ্রিল ২০২৫, ১৬:০১ পিএম । আপডেটঃ ১৩ এপ্রিল ২০২৫, ১৬:২৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

সম্প্রতি লালমনিরহাট জজকোটে বিভিন্ন পদে নিজস্ব আত্নীয় স্বজন সহ অর্থের বিনিময়ে পতিত স্বৈরাচারের দোসরদের কে চাকুরিতে নিয়োগ দেয়ার প্রতিবাদ ও নিয়োগ বাতিলের দাবীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সচেতন নাগরিক সমাজের উদ্যোগে রবিবার সকালে স্থানীয় নর্থকিং চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক জয়নুল আবেদীন স্বপন এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন।

এ সময় তিনি বলেন, চলতি বছরের মার্চে স্বজন প্রীতি ও আর্থিক লেনদেনের বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের জর্জকোটের অফিস সহায়ক ও জারীকারক ২৪টি পদে নিয়োগ দেয়া হয়। অবিলম্বে এ নিয়োগ বাতিলের দাবি জানান সংবাদ সম্মেলনের মাধ্যমে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সচেতন নাগরিক সমাজের সদস্য আফজাল হোসেন,অ্যাডভোকেট ময়েজ উদ্দিন সহ অনেকেই।এ অবৈধ নিয়োগ বাতিল করা না হলে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.