× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলবাড়ীতে গলায় ছুরি ঠেকিয়ে বিকাশ ব্যবসায়ীর টাকা ছিনতাই

মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।

১৩ এপ্রিল ২০২৫, ১৭:২১ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক বিকাশ ব্যবসায়ীর পথরোধ করে গলায় ও বুকে ছুরি ঠেকিয়ে আড়াই লক্ষাধিক টাকা ছিনতাই করেছে অজ্ঞাত ছিনতাইকারীরা। শনিবার (১২ এপ্রিল) রাত পৌনে ১১ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে ফুলবাড়ী- বালারহাট সড়কে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। 

ছিনতাইয়ের শিকার বিকাশ ব্যবসায়ীর নাম তাজুল ইসলাম (৩২)। তিনি নাওডাঙ্গা ইউনিয়নের পুর্ব ফুলমতি গ্রামের আফজাল হোসেনের ছেলে এবং বালারহাট বাজারের তিন্নি স্টোর নামের একটি বিকাশের দোকানের স্বত্বাধিকারী। 

জানা গেছে, রাত সাড়ে দশটার দিকে দোকান বন্ধ করে ক্যাশের সমুদয় টাকা ব্যাগে ভরে বাড়ী ফিরছিলেন ব্যবসায়ী তাজুল ইসলাম। পৌনে ১১ টার দিকে তিনি বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে পৌঁছিলে অন্ধকারের মধ্য থেকে তিনজন অপরিচিত লোক বেরিয়ে এসে তার গলায় ও বুকে ছুরি ঠেকিয়ে টাকার ব্যাগ টানা হেঁচড়া শুরু করে। এ সময় তাজুল ইসলাম চিৎকার দেয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তার মুখে মাটি-বালু ঢুকিয়ে দিয়ে দ্রুত টাকার ব্যাগ ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ধস্তাধস্তিতে গলায় ও হাতে ছুরির আঘাত লেগে সামান্য আহত হন তাজুল ইসলাম। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ও পথচারীরা এগিয়ে আসে। কিন্তু ততক্ষণে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

ভুক্তভোগী তাজুল ইসলাম জানান, আকষ্মিক ভাবে অপরিচিত তিনজন লোক ছুরি নিয়ে আমার উপর আক্রমণ করে টাকার ব্যাগ টানা হেঁচড়া করে। তারপরও আমি টাকার ব্যাগ ছেড়ে না দিয়ে চিৎকার দেই। একবার চিৎকার করার পর তারা আমার মুখে মাটি- বালু ঢুকিয়ে দিয়ে মুখ চেপে ধরে। তখন বাধ্য হয়ে টাকার ব্যাগ ছেড়ে দেই। ব্যাগে আড়াই লাখের কিছু বেশি টাকা ছিল। পরে রাতেই ফুলবাড়ী থানায় গিয়ে  ছিনতাইয়ের ঘটনা পুলিশকে জানাই। 

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, ছিনতাইয়ের ঘটনাটি রাতেই শুনেছি। এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.