× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বীরগঞ্জে বলদিয়াপাড়া বালুমহাল ইজারা বাতিলের দাবিতে মানববনন্ধন

‎নাজমুল হোসেন, বীরগঞ্জ প্রতিনিধি।

১৩ এপ্রিল ২০২৫, ১৮:৩৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

‎দিনাজপুরের বীরগঞ্জে ৩নং শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়িহাট শান্তির মোড়ে ভুক্তভোগী কৃষক ও সচেতন এলাকাবাসীর আয়োজনে আত্রাই নদীর ভাঙ্গন থেকে ফসলি জমি রক্ষা, পথচারী চলাচল দুর্ভোগ, পরিবেশবান্ধব ঝাড়বাড়ি গড়ার লক্ষ্যে ঝাড়বাড়ি বলদিয়াপাড়া বালু মহল বাতিল করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎১৩ এপ্রিল রোববার সকাল সাড়ে ৯ টায় ভুক্তভোগী কৃষক আব্দুল মতিনের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন গড়ফতু উদয়ন ক্লাবের সভাপতি মোঃ হামিদুর রহমান, ভুক্তভোগী কৃষক মোহাম্মদ নুর আলম, মোঃ আবু বক্কর সিদ্দিক,মোঃ শাহজান আলী, সহকারী শিক্ষক মোঃ মতিউল ইসলাম, জেজে এস এর নির্বাহী পরিচালক মোঃ ইউসুফ আলী, আশরাফুল ইসলাম সহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন, বিগত দিনে জয়গঞ্জ ঝাড়বাড়ি ঘাট সংলগ্ন আত্রাই নদীর বালু মহলটি গত দুই বছর জনসাধারণের আন্দোলনের কারণে বন্ধ থাকলেও, এবছর নতুন করে আবারও ইজারা দেয়া হয়। ইতিমধ্যে ইজারাদার কর্তৃক ডেজার মেশিন নদীতে আনা হয়েছে। বক্তারা আরও বলেন, ডেজার দিয়ে বালু উত্তোলনের ফলে অসংখ্য কৃষকের আবাদি জমি নষ্ট হয়েছে। নদীতে আবাদ করে যারা জীবিকা নির্বাহ করে, তাদের জীবিকা বন্ধ হয়ে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে সেই সাথে চার চাকার ড্রাম ট্রাক চলার কারণে ইতিপূর্বে দুর্ঘটনায় ৪ জন মারা গেছে। ধুলাবালির কারণে এলাকাবাসী চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে। বক্তারা অবিলম্বে ড্রেজার মেশিন চার চাকার ড্রাম ট্রাক সহ ইজারা বন্ধের জোর দাবি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.