বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই কর্মীকে মারপিট ও দাওয়াতি গণসংযোগে হামলার ঘটনায় গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের নান্দিনা গ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ এপ্রিল) বিকালে সাহাপাড়া ইউনিয়ন জামায়েতে ইসলামীর আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ ইখলাসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার সহকারী সেক্রেটারি সৈয়দ মোঃ রোকনুজ্জামান।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর উপজেলা শাখার আমীর মোঃ নুরুল ইসলাম মন্ডল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদরবউপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মোঃ ওবায়দুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুর রহমান, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা শামসুল আলম প্রমুখ।
বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। পতিত আওয়ামী লীগ সরকার এখনও গুপ্ত হামলা করে এটা বড় উদ্বেগের বিষয়। আমরা এই হামলা মেনে নিতে পারি না। তাই ঘোষণা দিতে চাই ২৪ ঘন্টার মধ্যে আসামীদেরকে গ্রেফতার না করলে থানা ঘেরাও আন্দোলনের ডাক দেওয়া হবে।
প্রসঙ্গতঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শনিবার সন্ধ্যায় গণসংযোগ পালনকালে সাহাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের চিহৃিত সন্ত্রাসী আমিনুল ইসলাম মেম্বার এবং তার সন্ত্রাসী বাহিনীর হামলায় দুইজন কর্মীকে আহত করেন ও দাওয়াতি কাজে বাঁধাগ্রস্থ করে। আহতরা বর্তমানে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।