লালমনিরহাটের হাতীবান্ধায় ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আসাদুল ইসলাম (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ(১৩ এপ্রিল) দুপুরে উপজেলার গোতামারী ইউনিয়নের খর্পদোলা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। মৃত আসাদুল উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী এলাকার মৃত সামাদ আলীর ছেলে।
জানা গেছে, রবিবার সকালে আসাদুল ইসলাম বাড়ির অদূরে ভারতীয় সীমান্ত ঘেষা খর্পদোলায় ঘাস কাটতে যান। সেখানে পানি সেচের জন্য বৈদ্যুতিক মটরের সংযোগের বৈদ্যুতিক লাইনের বাশের খুটি ভেঙে ঝুলে থাকে। এর এক পর্যায়ে ওই ঝুলে থাকা তারে তার গলা জড়িয়ে যায়। আর তিনি সেখানেই পড়ে থাকেন। পরে দুপুরের দিকে স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসে।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল হক বলেন, আমি কাজের জন্য বাইরে আছি। বিষয়টি জানা নেই। হাসপাতাল থেকে জেনে জানাতে পারবো। এ বিষয়ে গোতামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন, বিষয়টি শুনেছি। ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে আসাদুলের মৃত্যু হয়।
হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। বিষয়টি পর্যবেক্ষণ করে এর সঠিক তথ্য জানানো হবে।