× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পূর্ণ মাঠ

আরফাত হোসেন- দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি।

১৩ এপ্রিল ২০২৫, ২০:১৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকলে মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী প্রতিষ্ঠিত শত বছরের পুরানো ঐতিহ্যবাহী বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পূর্ণ মাঠ। আজ (১৩ এপ্রিল)  বিকালে বরকল এস জেড উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বলি খেলাটি তৎকালীন ইসলামী চিন্তাবিদ, সাহিত্যিক মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী প্রায় ১’শ বছর পূর্বে বিশ্ব পুকুরে বলি খেলাটি সুচনা করেছিলেন।

প্রতি বছর চৈত্র মাসের শেষদিনে বিপুল উৎসব উদ্দীপনার মধ্যদিয়ে বলি খেলার আয়োজন করে বাংলা নববর্ষকে বিদায় জানানো হয়। শুরু থেকে এ বলি খেলা অব্যাহত থাকলেও লক ডাউনের কারণে ৩ বছর খেলাটি বন্ধ ছিলো। পরদিন তথা পহেলা বৈশাখ চন্দনাইশ সদরে ২’শ বছরের পুরানো ঐতিহ্যবাহী ভরা পুকুরের বলি খেলা এখন আর আয়োজন করা হচ্ছে না। সে ঐতিহ্যবাহী ভরা পুকুর ভরাট করে নির্মাণ করা হয়েছে বাড়ি ঘর।

তাই বিশ্ব পুকুরের বলি খেলাটি চন্দনাইশ বাসীর জন্য একটি ঐতিহ্যের ধারক-বাহকও ভঠে। পশ্চিম বাইনজুরী এলাকাবাসীর উদ্যোগে বাংলা নববর্ষের শেষদিন তথা ৩০ চৈত্র প্রতি বছরের ন্যায় এ বছরও দেশের বিভিন্ন এলাকা থেকে নামী-দামী বলিরা খেলায় অংশ নেয়। খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় আলোচনায় অংশ নেন মো. আমিনুল হক রাশেদ, লায়ন ফরিদুল আলম, মো. সরোয়ার উদ্দীন, ফেরদৌসুল আলম, জিয়াউর রহমান, রায়হান সিরাজী, নাছির উদ্দীন, গিয়াস উদ্দীন, জয়নাল আবেদীন, বোরহান উদ্দীন, মো. বোরহান, নুরুল আমিন, আবুল কালাম বারেক, আবদুল আজিজ, মহিউদ্দীন, মো. ইলিয়াছ, মো. তানভীর, মো. সৌরভ, হাসমত আলী, আবু তাহের, মো. ইউসুফ, মাহাবুব আলম, মো. রহিম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাস্টার আবদুল মান্নান, মো. আমিন, মো. রায়হান।

খেলায় উখিয়ার করিমুল্লাহ চ্যাম্পিয়ন, উখিয়ার রফিকুল ইসলাম মানিক রার্নার-আপ, ভান্টু ৩য় স্থান অধিকার করে। খেলা শেষে চ্যাম্পিয়ন পুরস্কার এলইডি টিভিসহ অন্যান্য পুরস্কার বিজয়ীদের মাঝে বিতরণ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.