× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বর্ণাঢ্য আয়োজনে কুমারখালী সরকারি কলেজে পহেলা বৈশাখ উদযাপন

সাকিব হাসান,কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি।

১৫ এপ্রিল ২০২৫, ১৪:১৯ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধরা। সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়- এই স্লোগান সামনে রেখে কুমারখালী সরকারি কলেজে  জাঁকজমকভাবে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ১৪ এপ্রিল (সোমবার) সকাল সারে ৯ টা থেকে শুরু করে দিনব্যাপী  কুমারখালী সরকারি কলেজের আম বাগানের ফাঁকা ময়দানে পহেলা বৈশাখের বর্ষবরণ ও শিক্ষক শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। 

ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত শিক্ষক-শিক্ষার্থীরা শোভাযাত্রায় এক ভিন্ন মাত্রা যোগ করেন।বর্ষবরণকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত,  নৃত্য ও শিক্ষক ছাত্র-কর্মচারীদের খেলাধুলা পরিবেশন করে কুমারখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা।


অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মামুনুর রশীদ সিদ্দিকী ও শিক্ষক পরিষদের সম্পাদক জিল্লুর রহমান বিশ্বাস।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.