মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধরা। সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়- এই স্লোগান সামনে রেখে কুমারখালী সরকারি কলেজে জাঁকজমকভাবে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ১৪ এপ্রিল (সোমবার) সকাল সারে ৯ টা থেকে শুরু করে দিনব্যাপী কুমারখালী সরকারি কলেজের আম বাগানের ফাঁকা ময়দানে পহেলা বৈশাখের বর্ষবরণ ও শিক্ষক শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।
ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত শিক্ষক-শিক্ষার্থীরা শোভাযাত্রায় এক ভিন্ন মাত্রা যোগ করেন।বর্ষবরণকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য ও শিক্ষক ছাত্র-কর্মচারীদের খেলাধুলা পরিবেশন করে কুমারখালী সরকারি কলেজের শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মামুনুর রশীদ সিদ্দিকী ও শিক্ষক পরিষদের সম্পাদক জিল্লুর রহমান বিশ্বাস।