ছবিঃ সংগৃহীত।
বাংলা নববর্ষ উপলক্ষে বাগেরহাটে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের ষ্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিষদ অডিটরিয়াম প্রাঙ্গনে শেষ হয় । সকাল থেকে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন গ্রামীন ঐতিহ্যের নানা ধরনের প্রতিক নিয়ে বাংলা নববর্ষকে বরণ করতে খন্ড খন্ড ভাবে শোভাযাত্রা নিয়ে বাগেরহাট ষ্টেডিয়ামে মিলিত হয়।
ঘড়ির কাটায় সকাল ৮টা ১০ মিনিটে বাগেরহাট জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান এর নেতৃত্বে বাগেরহাট ষ্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের রেলরোড, সাধনার মোড় ঘুরে জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয় । এ সময় ব্যানার প্লাকার্ড নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশগ্রহন করেন।
শোভাযাত্রা শেষে বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনের সামনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ৭দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরল হাসান। শোভাযাত্রায় পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক ড: ফকরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: আরিফুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী ভাস্কর দেবনাথ বাপ্পীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh