বাংলা নববর্ষ ১লা বৈশাখ। জাগতিক নিয়মের পথ পরিক্রমায় বছর শেষে আমাদের মধ্যে আবার এসেছে নতুন বছর । নতুন বছর সকলের জীবনে শান্তি, আনন্দ এবং সমৃদ্ধি বয়ে আনুক।
সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকেই সিরাজগঞ্জে বিভিন্ন জায়গায় পালিত হয়েছে ১লা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ এই অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে "শুভ নববর্ষ ১৪৩২" এর বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আনন্দ শোভাযাত্রায় ঘোড়ার গাড়ি, বাদ্যযন্ত্র বাজিয়ে বিভিন্ন প্রকার ব্যানার ফেস্টুন নিয়ে বাংলার ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে।
উক্ত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ মো: ফারুক হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীনসহ জেলা পুলিশের উর্ধবতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য র্যালি শেষ জেলা প্রশাসক চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।