× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চরম ভোগান্তি আর ট্রাফিক জ্যামে নাজেহাল নগরবাসি

রাজশাহীতে ৬ দফা দাবিতে কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন

রাজশাহী ব্যুরো।

১৫ এপ্রিল ২০২৫, ১৯:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক উত্থাপিত ৬ দফা দাবিতে রাজশাহী নগরীর রেলগেট এলাকায় দুইঘন্টাব্যাপী অবরোধ করেছে শিক্ষার্থীরা। এপ্রতিবেদন লেখা পর্যন্ত  (দুপুর ২টা) শিক্ষার্থীরা আট রাস্তার সমাহার রেলগেটের সকল মুখ বন্ধ করে অবরত অব্যাহত রাখে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১:২০ মিনিটে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু, শিক্ষার্থীরা নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাস্তার উপর অনড় অবস্থায় থাকেন। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী মহিলা পলিটেকনিক্যাল ও সার্ভে ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা এ কর্মসূচি পালন করেন।

এ আন্দোলনের ফলে আশপাশের সড়কগুলো বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়ে ঢাকা-চাঁপাইগামী দূরপাল্লার বাস সহ সকল প্রকার যানবাহন। পথচারি ও আশেপাশের ব্যবসায়িরাও পড়ের বিপাকে।

এর আগে সকাল ১১টায় শালবাগানস্থ রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে থেকে বিশাল বড় একটি র‌্যালী নিয়ে আন্দোলনরত শিক্ষার্থী নগরীর রেলগেট এলাকায় জড়ো হয়। নিজেদের দাবি সহ বিভিন্নরকম শ্লোগানে উত্তাল করে তোলে রাজপথ।

আন্দোলনকারীদের উত্থাপিত ছয় দফা দাবি সমূহ:
১। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কতৃর্ক বাতিল করতে হবে। পাশাপাশি, ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবতর্ন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।
২। ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিক ভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে।
৩। উপ-সহকারী প্রকৌশলী ও সমমান (১০ম গ্রেড) এর পদ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও, যেসব সরকারি, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪। কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানুগভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোতে অনতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং সকল শুন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।
৫। কারিগরি শিক্ষায় বৈষম্য ও দূরাবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরীতে ” কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়” নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে।
৬। পলিটেকনিক ও মনোটেকনিক ইন্সটিটিউট হতে পাসকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি, নির্মানাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) এ পলিটেকনিক ও মনোটেকনিক হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি সমূহ না মানা হবে ততক্ষণ তারা রাজপথে ছেড়ে উঠবেন না। আট রাস্তার মধ্যস্থানে হাজার হাজার শিক্ষার্থী অবস্থান নেয়ার কারণে, যানচলাচল বন্ধ হয়ে যায়। রেলগেটের চতুর্দিকে প্রায় অর্ধ কিলোমিটার স্থানজুড়ে সৃষ্টি হয় অভেদ্য ট্রাফিক জ্যামে। শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির প্রথমদিকে হাতে গোনা কয়েকজন পুলিশ সদস্য উক্তস্থানে অবস্থান করলেও পরবর্তীতে পুশিল সদস্যদের সংখ্যা বাড়তে থাকে। কিন্তু হাজার হাজার শিক্ষার্থীদের সামলাতে ব্যর্থ হয় থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ। রেলগেটের বেড়িয়ার গেট ফেঁলে দিয়ে পথচারি ও যারচলাচলে স্থায়ী প্রতিবন্ধকতা সৃষ্টি করে আন্দোলনকারিরা। এতে অনেকেই ক্ষিপ্ত হয়ে উঠলেও চরম এই দুর্ভোগ নিরবে সহ্য করতে বাধ্য হন পথচারি ও গাড়ির চালকেরা। ঢাকাগামী কয়েকটি বাস নিজ গন্তব্যের দিকে যাত্রা শুরু করার চেষ্টা করলে আন্দোলনকারিরা বাসগুলোর দিকে তেড়ে যায়।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.