ছবিঃ সংগৃহীত।
কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক উত্থাপিত ৬ দফা দাবিতে রাজশাহী নগরীর রেলগেট এলাকায় দুইঘন্টাব্যাপী অবরোধ করেছে শিক্ষার্থীরা। এপ্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ২টা) শিক্ষার্থীরা আট রাস্তার সমাহার রেলগেটের সকল মুখ বন্ধ করে অবরত অব্যাহত রাখে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ১:২০ মিনিটে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু, শিক্ষার্থীরা নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাস্তার উপর অনড় অবস্থায় থাকেন। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী মহিলা পলিটেকনিক্যাল ও সার্ভে ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা এ কর্মসূচি পালন করেন।
এ আন্দোলনের ফলে আশপাশের সড়কগুলো বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়ে ঢাকা-চাঁপাইগামী দূরপাল্লার বাস সহ সকল প্রকার যানবাহন। পথচারি ও আশেপাশের ব্যবসায়িরাও পড়ের বিপাকে।
শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি সমূহ না মানা হবে ততক্ষণ তারা রাজপথে ছেড়ে উঠবেন না। আট রাস্তার মধ্যস্থানে হাজার হাজার শিক্ষার্থী অবস্থান নেয়ার কারণে, যানচলাচল বন্ধ হয়ে যায়। রেলগেটের চতুর্দিকে প্রায় অর্ধ কিলোমিটার স্থানজুড়ে সৃষ্টি হয় অভেদ্য ট্রাফিক জ্যামে। শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির প্রথমদিকে হাতে গোনা কয়েকজন পুলিশ সদস্য উক্তস্থানে অবস্থান করলেও পরবর্তীতে পুশিল সদস্যদের সংখ্যা বাড়তে থাকে। কিন্তু হাজার হাজার শিক্ষার্থীদের সামলাতে ব্যর্থ হয় থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ। রেলগেটের বেড়িয়ার গেট ফেঁলে দিয়ে পথচারি ও যারচলাচলে স্থায়ী প্রতিবন্ধকতা সৃষ্টি করে আন্দোলনকারিরা। এতে অনেকেই ক্ষিপ্ত হয়ে উঠলেও চরম এই দুর্ভোগ নিরবে সহ্য করতে বাধ্য হন পথচারি ও গাড়ির চালকেরা। ঢাকাগামী কয়েকটি বাস নিজ গন্তব্যের দিকে যাত্রা শুরু করার চেষ্টা করলে আন্দোলনকারিরা বাসগুলোর দিকে তেড়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh