× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শাহ সুফি নুর মোহাম্মদ (রহ)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা

মাদারীপুর প্রতিনিধি।

১৫ এপ্রিল ২০২৫, ১৯:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

মাদারীপুরের নূর পখীরার পীর আল্লামা শাহ সুফি নুর মোহাম্মদ (রহ)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

আজ সকালে শহরে কুকরাইল এলাকায় তার প্রতিষ্ঠিত মাদারীপুর আহমদিয়া কামিল এমএ মাদরাসা  অডিটোরিয়ামে পখীরার বর্তমান পীর শাহসুফি মাওলানা মুফতি ইমরান বীন নুরের সভাপতিত্বে উক্ত জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন কবি ও গবেষক মাওলানা মুহিব্বুল্লাহ জামী।

নূর মোহাম্মদিয়া গবেষণা পরিষদের আয়োজনে মাওলানা শওকত আলী নুরের সঞ্চালনায় আলোচক ছিলেন মরহুম পীর সাহেব রহঃ এর প্রবীণ ও নবীন ভক্ত-মুরীদান,দেশবরেণ্য আলেম-ওলামা, গবেষক,চিন্তাবিদ, শিক্ষক, সাংবাদিক ও সুযোগ্য উত্তরসুরীগণ।

দীর্ঘ সময় ব্যাপি চলমান উক্ত আলোচনা সভায় মরহুমের মহৎ ও দীর্ঘ জীবনের বিচিত্র দিক নিয়ে পর্যালোচনা হয়। বক্তরা বলেন,আল্লামা নুর মোহাম্মদ (রহ) ছিলেন যুগশ্রেষ্ট আলেম,আবেদ,যাহেদ সমাজ সেবক, শিক্ষানুরাগী,সংগ্রামী, সাহসী ও সমাজ সংস্কারক।

তিনি মাদারীপুরের অজপাড়া  পখিরায় পঞ্চাশ দশকেই কায়েম করে ছিলেন উচ্চ শিক্ষার আলিয়া মাদ্রাসা। যা এক সময় চরমোনাই আলিয়া ও বাহাদুরপুর আলিয়া মাদ্রাসার বোর্ড পরীক্ষার কেন্দ্র ছিল। আড়িয়াল খা নদীতে বিলীন হওয়ার পরে কুকরাইল এলাকায় স্থানান্তর হয়ে বর্তমানে মসজিদ,মাদ্রাসা,খানকা ও হেফজ খানাসহ এটি এখন একটি বহুমুখী কমপ্লেক্সে রুপ নিয়েছে। ১৯১০ থেকে ১৯৯৬ দীর্ঘ এই ৮৬ বছরে তিনি পখিরা দরবারের বাইরেও অগনিত মসজিদ,মাদ্রাসা ও খানকা প্রতিষ্ঠা করেন।

দাওয়াত, তালিম,তাবলীগ ও তারবিয়্যাত এর মাধ্যমে তিনি হাজার হাজার আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর পথে নিয়ে আসেন। শরিয়তী শিক্ষার বাইরে তিনি আধ্যাতিকতার উচ্চতর চর্চা ও তালিম পরিচালনা করতেন। তার রয়েছে হাজার হাজার কারমত এবং তার পক্ষে অগণিত লোকের স্বাক্ষ প্রমাণ। জীবিত বহুমুরিত এখনও কাশফ ও কারামাতের অধিকার বহন করছেন।

দুস্ত ও অভাবিকে তিনি হাত খুলে দান করতেন। পক্ষান্তরে   ভক্ত ও মুরিদদের কাছে তিনি হাত পাততেন না।

প্রচুর পরিমাণ জিকির করতেন এবং করাতেন। দুনিয়া ও আখেরাতের বিচিত্র সব সমস্যা সমাধান খুঁজতেন জিকির ও দুরুদের মধ্যে। মুরিদদেরকে তিনি বিনয়ের চর্চা করাতেন।যে কোন পরিস্থিতি মোকাবিলা করে হালাল ও সুন্নাতের উপর টিকিয়ে রাখতে ভক্ত মুরিদদেরকে নিয়ে অটল থাকতেন। আড়িয়াল খাঁ'র কবল থেকে মাদারীপুর শহরকে বাঁচাতে সর্বপ্রথম তিনিই মন্ত্রী/প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন করেন। ১৯৯৬ থেকে এ পর্যন্ত তার জীবনির উপর ছোট বড় তিনটি গ্রন্থ এবং একটি স্মৃতি স্মারক প্রকাশিত হয়। ২০২৫ এ একটি সম্মৃদ্ধ স্মারক গ্রন্থ প্রকাশের আনুষ্ঠানিক সুচনা করা হয় এবং পাঁচটি প্রকাশনার উপর ভিক্তি করে অচিরেই একটি মজবুত ও সুশৃঙ্খল জীবনী গ্রন্থ প্রকাশের দায়িত্ব অর্পিত হয়। গ্রন্থ প্রণেতা ও লেখক ও গবেষক মাওলানা মহিববুল্লাহ জামে উপর।

নুর মোহাম্মদীয়া গবেষণা পরিষদ এর উদ্যোগে এ আলোচনা সভা পখিরার পীর মাওলানা ইমরান বীর নুর দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.