জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক তরুণ ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল কে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়ে নৃশংস হামলার প্রতিবাদে পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৫ এপ্রিল) বিকেলে পাঁচবিবি থানা ও পৌর বিএনপির আয়োজনে একটি বিশাল মিছিল রেলওয়ের পূর্ব পাশে বরগা হাটি থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে বারোয়ারী চত্ত্বরে বিক্ষোভ সভায় মিলিত হয়।
সভায় উপজেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল, থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল, বালিঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আবু নছর চৌধুরী ফরহাদ, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক এসএম মাসুম মিয়া, জয়পুরহাট সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বুলেট,
বালিঘাটা ইউনিয়ন শাখা ছাত্রদলের সভাপতি সাকিব হোসেন, পৌর যুবদলের তরুন নেতা হারুনুর রশিদ দোয়েল প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা শামীমের উপর হামলার মুলহোতাদের অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন।