নাটোরে হিরোইন সহ মোছাঃ সুবর্না আক্তার সোনিয়া (২৮) নামের এক নারী বাস যাত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের একটি দল। আজ ১৬ মার্চ বুধবার দুপুর ২ঃ০০ টার দিকে সদ র উপজেলার নাটোর রাজশাহী মহাসড়কের নারায়ন পাড়া এলাকায় বাসে তল্লাশি চালিয়ে ১৫০ গ্রাম হেরোইন সহ তাকে আটক করা হয়। আটক সুবর্না আক্তার সোনিয়া রাজশাহী জেলার পবা উপজেলার সুতাহাটি গ্রামের সেলিম আলীর মেয়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মেহেদী হাসান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ১৬ মার্চ বুধবার দুপুর ২ টার দিকে সদর উপজেলার নাটোর রাজশাহী মহাসড়কের নারায়ন পাড়া এলাকায় রাজশাহী থেকে ঢাকা গামী দেশ ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
এ সময় বাসের নারী যাত্রী সুবর্না আক্তার সোনিয়ার দেহ তল্লাশি করে পলিথিনে মোড়ানো দুটি কুরিয়ার ভেতর থেকে ১৫০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ সময় ওই হেরোইন জব্দ করে সুবর্ণা আক্তার সোনিয়াকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর নাটোর সদর থানায় স্থানান্তর করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং সুবর্ণা আক্তার সোনিয়াকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।