গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবিরকে সদর থানায় দায়ের হওয়া বিস্ফোরকদ্রব্য আইনের দুই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা সদর আমলী আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এ আদেশ দেন। তবে আদালতে শাহ সারোয়ার কবির আইনজীবির মাধ্যমে জামিন চেয়ে আবেদন করলে তা নামঞ্জুর করেন বিচারক।
এরআগে,কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দিনাজপুর থেকে গাইবান্ধার আদালতে নেয়া হয় তাকে।
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে শাহ সারোয়ার দিনাজপুর পৌর শহরের ঈদগাহ বস্তি এলাকায় দীবা গার্ডেন নামে একটি বাসা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলাবাহীনির সদস্যরা। গত ১ মার্চ থেকে বোনের বাসায় আত্মগোপনে ছিলেন তিনি।
শাহ সারোয়ার কবিরের আইনজীবি জেলা জজ আদালতের সাবেক পিপি এ্যাড. নিরাঞ্জন কুমার ঘোষ বলেন, গেল বছরের ৪ আগষ্ট জেলা বিএনপি ও যুবদলের কার্যালয়ে হামলা-ভাঙচুর ও আগুনের ঘটনায় সদর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের হওয়া দুই মামলার আসামি শাহ সারোয়ার কবির। এই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করে পুলিশ। আমরা আদালতে তার জামিন চেয়ে আবেদন করি কিন্তু বিচারক শুনানি শেষে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবো।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করে গাইবান্ধা-২ সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সারোয়ার কবির। এরআগে তিনি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।