× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এক নারীর ৯ স্বামী, প্রতারণা করে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা

রাকিব আলী দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।

১৬ এপ্রিল ২০২৫, ১৯:১০ পিএম

ছবিঃ সংগৃহীত।

মেহেরপুর জেলার গাংনী উপজেলার চৌগাছা ঘোনাপাড়ার বাসিন্দা মো. রফিকুল ইসলামের মেয়ে মোছা. রেখা খাতুনের বিরুদ্ধে বিয়ে পরবর্তী প্রতারণার মাধ্যমে একাধিক স্বামীর কাছ থেকে  ছলনা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের হেরেজ মন্ডলের ছেলে আব্দুর রশিদের সাথে এক বছরের অধিক সময় বিয়ের মাধ্যমে ঘর সংসার শুরু করে রেখা খাতুন, এর কিছুদিন পর থেকেই  নানা ধরনের তালবাহানায় আগের ঘরের জামাতাকে বিদেশ পাঠাইতে হইবে মর্মে রেখা খাতুন তার ৯ নম্বর স্বামী আব্দুর রশিদের কাছ থেকে ১০ লক্ষ টাকা কর্য হিসেবে নিয়ে তার কিছুদিন পরেই রেখা খাতুন আব্দুর রশিদের বাড়ি হতে বের হয়ে চলে যাই পরে একাধিক পরিচিত জায়গায় রেখা খাতুনকে খোঁজাখুজি করে আর পাওয়া যায়নি, তার ব্যবহৃত ফোন নাম্বারে ফোন করলেও সে ওই সময় মোবাইল ফোনে কোন ধরনের যোগাযোগ করেনি। 

এর কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে রেখা খাতুন আব্দুর রশিদকে জানিয়ে দেয় আমার পক্ষে আর তোমার সাথে ঘর সংসার করা সম্ভব না। এমন কথা শুনে অনেকটাই আকাশ ভেঙে পড়ে আব্দুর রশিদের মাথায়। 

টাকা ও স্ত্রী হারানোর শোকে আব্দুর রশিদ এখন পাগল প্রায়, এমন অবস্থায়  আব্দুর রশিদ রেখা খাতুনের গ্রামের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার চৌগাছা ঘোনাপাড়া এলাকায় বিভিন্ন লোকজন মারফত খোঁজখবর নিয়ে জানতে পারে রেখা খাতুনের এক ধরনের ব্যবসা হল বিয়ে করে বিভিন্ন পুরুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে সেখান থেকে চলে যাওয়া এ পর্যন্ত রেখা খাতুন মোট ৮টি বিয়ে করেছে রেখা খাতুনের পূর্বের স্বামীদের ঘরে একাধিক ছেলে ও মেয়ে সন্তানও রয়েছে। 

রেখা খাতুনের প্রথম স্বামীর নাম গাংনী উপজেলার মো. মিরাজ আলী, মিরাজ আলীর ঘরে রেখা খাতুনের এক ছেলে সন্তান রয়েছে, দ্বিতীয় স্বামী গাংনী উপজেলার মো. জমির উদ্দিন, তার ঘরেও রেখা খাতুনের এক মেয়ে সন্তান রয়েছে, তৃতীয় স্বামী বরগুনার মো. হাসেম আলী, তার ঘরে রেখা খাতুনের এক ছেলে এক মেয়ে সন্তান রয়েছে,,এভাবে পর্যায়ক্রমে গাংনীর তপন ঘোষ, মেহেরপুরের মস্ত নাপিত, দিলীপ্ত পুর চুয়াডাঙ্গার মজিবর, ঝিনাইদহের বাসিওয়ালা, দর্শনা জীবন নগরের আলম এবং কুষ্টিয়া দৌলতপুরের  সর্বশেষ আব্দুর রশিদ। 

দৌলতপুরের দৌলতখালী গ্রামের আব্দুর রশিদ  রেখা খাতুনের প্রেমের ফাঁদে পড়ে বিয়ে করে  সর্বস্ব হারিয়েছে সে এখন পথের ফকির। দ্বারে দ্বারে ঘুরছে সঠিক বিচারের দাবিতে। আব্দুর রশিদ জানান, ছলনাময়ী রেখা খাতুনের মত মেয়েদের প্রেমের ফাঁদে পড়ে আমার মত আপনারা কেউ প্রতারিত হবেন না। 

প্রতারণা ও জালিয়াতির কথা উল্লেখ করে আব্দুর রশিদ বাদি হয়ে উকিল মারফত কুষ্টিয়া জেলা জজ কোর্টের মাধ্যমে প্রতারক স্ত্রী রেখা খাতুন বরাবর  লিগ্যাল নোটিশ পাঠিয়ে ১৫ দিনের মধ্যে টাকা ফেরত চেয়েছেন। 

এ বিষয়ে অভিযুক্ত রেখা খাতুন এর সাথে কথা বলার জন্য তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি কলটি রিসিভ করেননি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.