মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন বাসীর উদ্যোগে উপজেলা শিল্পকলা একাডেমিতে পহেলা বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রা নাটক কাজল রেখা মঞ্চস্থ হয়েছে। গত ১৫ এপ্রিল রাত ৯ ঘটিকায় নাটকটি শুরু হয় এবং শেষ রাতে সমাপ্ত হয়।
নাটক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার। আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজী সোহেল পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান টিপু, সদস্য ফুয়াদ রহমান ফরহাদ প্রমুখ। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নাটক পরিচালনা করেন আব্দুল লতিফ প্রধান।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, আগের মত এখন আর ঐতিহ্যবাহী এসব সামাজিক অনুষ্ঠান দেখা যায় না। কারণ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গ্রাম বাংলার ঐতিহ্যগুলোও নস্ট করে ফেলেছে। তাদের কারণে মানুষ আপন মনে বিনোদনও করতে পারে নি। এখন দেশ থেকে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে সেই সাথে মানুষ নতুন স্বাধীনতা পেয়েছে। যার কারণে মানুষ সামাজিক অনুষ্ঠানগুলো ঠিক মত করতে পারছে।
তিনি আরও বলেন, বিএনপি গণমানুষের দল। মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। জনগনের স্বার্থে আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা আলহাজ্ব ড. জালাল উদ্দিনের নেতৃত্বে কাজ করে যাচ্ছি।