× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রেলপথে আগুন রাস্তায় বেরিকেট

৬ দফা দাবিতে দ্বিতীয় দিনেও উত্তাল রাজশাহী

রাজশাহী ব্যুরো।

১৬ এপ্রিল ২০২৫, ১৯:২৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

৬ দফা দাবিতে পলিটেকনিক ইনিস্টিউটের শিক্ষার্থীরা আবারো নেমেছে রাজপথে। প্রথমদিন মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকে বেল তিনটা পর্যন্ত রাজশাহী নগরীর রেলহেট এলাকায় আন্দোলন করেন শিক্ষার্থীরা। বুধবার নিজেদের ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আবারো তারা মাঠে নামে। প্রথমদিন সড়ক পথ অবরোধ করলেও; দ্বিতীয় দিনে বৃদ্ধি পেয়েছে অবরোধের পরিধি। এবার শুধু সড়ক পথ নয় রেলপথও করেছে অবরোধ।

ভদ্রাস্থ রেলক্রসিং সংলগ্ন রেললাইনে দিয়েছে আগুন। আর অন্যদিকে, সড়ক পথ অবরোধ করেছে বেরিকেট দিয়ে। নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজপথ ছাড়বেন বলেও হুশিয়ারি দিয়েছেন। বুধবার বেলা সাড়ে বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত শিক্ষার্থীরা রাস্তা ও রেলপথ অবরোধ করে আন্দোলন করেন।

ছয় দফা দাবিতে বুধবার দুপুর ১২:৩০ মিনিট থেকে রাজশাহী নগরের ভদ্রা এলাকায় রেলপথ অবরোধ করে রেখেছেন তারা। অবরোধের কারণে বিভিন্ন রুট থেকে রাজশাহীমূখী আসা তিনটি ট্রেন আটকে আছে। ট্রেনগুলো রাজশাহী ঢুকতে পারছে না। অবরোধের ফলে কার্যত রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। দুপুরে কারিগারি ছাত্র আন্দোলন, বাংলাদেশের ব্যানারে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ভদ্রা মোড়ে যান। রেলপথ অবরোধের পর শিক্ষার্থীদের একাংশ বেরিকেট দিয়ে সড়ক অবরোধ করে সেখানেই বসে পড়েন কয়েকশ শিক্ষার্থী। অপর একটি অংশ রেললাইনে আগুন জ্বালিয়ে রেলপথ অবরোধ করেছেন। দুপুর তিনটা পর্যন্ত রেলপথ অবরোধ করে ছিলেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের হাতে ছিল বাংলাদেশের লাল সবাজের পতাকা, বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল, ‘এই আন্দোলনে আমরা হেরে গেলে, হেরে যাবে পলিটেকনিকবাসী’, ‘অবৈধ প্রমোশন মানিনা, মানবো না’, ‘আহাহা আ আ আ, ১০ম গ্রেড চুরির জন্য ক্রাফট মামা সেরা রে’,। হাতে থাকা প্ল্যাকার্ডে এমন ধরনের অনেক ভাষা ব্যবহারের মাধ্যমে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ছয়দফা দাবি আদায়ে নানা স্লোগান দিয়ে যাচ্ছেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধভাবে দেওয়া পদোন্নতির রায় বাতিল করা; ‘ক্রাফট ইন্সট্রাক্টর’ পদবি পরিবর্তন করে মামলার সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করা ও উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের (দশম গ্রেড) পদ ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) পাসকৃত শিক্ষার্থীদেরই নিয়োগ দেওয়া।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে নানামুখী অনিয়ম, বৈষম্য ও অদূরদর্শী নীতির কারণে এ খাতে মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে এবং দেশের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরিতে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। তাই তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে হবে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হাসানুল হক হিমেল জানান, রাজশাহী থেকে ছেড়ে যাওয়ার মতো কোনো ট্রেন নেই। তবে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস, খুলনা থেকে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ও গোপালগঞ্জ থেকে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের রাজশাহী ঢোকার কথা ছিল। রেলপথ অবরোধ থাকায় ট্রেনগুলো রাজশাহী ঢুকতে পারছে না। আগের কয়েকটি স্টেশনে ট্রেন তিনটি থেমে আছে বলেও জানান স্টেশনের এই কর্মকর্তা।

শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি সমূহ না মানা হবে ততক্ষণ তারা রাজপথে ছেড়ে উঠবেন না। শিক্ষার্থীরা সড়কপথ বন্ধ করে দেয়াতে মহিলা বৃদ্ধ ও শিশুরা পড়েছেন চরম বিপাকে। কোন উপায়ন্তর না পেয়ে বন্ধ করে রাখা রেলের বেরিয়াট গেটের নিচ নিচে অনেক কষ্টে পাড়াপাড় হতে বাধ্য হয়েছেন পথচারিরা। তবে, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের মতো জরুরী সেবার গাড়িগুলোকে চলাচলের সুযোগ করে দিয়েছে শিক্ষার্থীরা। ঢাকাসহ বিভিন্ন জেলার বাসা যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। ট্রেনের যাত্রীরা পোহাচ্ছেন ভোগান্তি। সড়কে আন্দোলন চলাবস্থায় প্রশাসনকে থাকতে হয়েছে নিরব ভূমিকায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.