× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বদরগঞ্জে মাঠে মাঠে দোল খাওয়া নতুন ধানের স্বপ্ন দেখছেন কৃষকরা

মোস্তাফিজুর রহমান বদরগঞ্জ রংপুর প্রতিনিধি ।

১৬ এপ্রিল ২০২৫, ১৯:৩১ পিএম

ছবিঃ সংগৃহীত।

ধানের কাঁচা শীষ দেখে বাম্পার ফলনের আনন্দে বুক ভরে উঠছে রংপুরের বদরগঞ্জ উপজেলার কৃষকদের। দিগন্ত জোড়া সবুজ ফসলের মাঠ প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বিকশিত করে তুলেছে।বৈশাখের বাতাসে ঢেউয়ে দোল খাচ্ছে ধান গাছের সবুজ পাতা ও কাঁচা শীষ। এদিকে ধানের শীষে দুধ-দানা গঠন শুরু হয়েছে। আর কিছু মধ্যেই দানা পরি পক্ষ হলেই সোনালী ফসল ঘরে তুলতে শুরু করবে কৃষকরা।তাই ইরি-বোরো ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বপ্ন। 

আবহাওয়া অনুকূল কৃষকের নিবিড় পরিচর্যা, যথা সময়ে জমিতে সার ও কীটনাশক প্রয়োগের কারণে ইরি-বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও উপজেলা কৃষি বিভাগ। মাঠে মাঠে দোল খাওয়া নতুন ধানের স্বপ্ন দেখছেন কৃষকরা।

বদরগঞ্জ উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ১৬ হাজার ৪ শত ৪৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধানের চাষাবাদ করা হয়েছে। উপজেলার কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে উন্নত জাতের বোরো ধান চাষ করে বেশি ফলনের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ।

কৃষি বিভাগ উপজেলার কৃষকদেরকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে আসছে। আর কদিন পরেই ধানের শীষ হলুদ বর্ণ ধারণ করবে। তার কিছুদিন পরেই সোনালী ধানের শীষে ঝলমল করবে মাঠের পর মাঠ। মাঠ ভরা ফসলের স্বপ্ন দেখে কৃষকদের চোখে মুখে ফুটবে আনন্দের ছোঁয়া।রাশি রাশি সোনালী ধানে ভরে উঠবে কৃষক-কৃষাণীর শূন্য গোলা। ইরি-বোরো মৌসুমকে ঘিরেই স্বপ্ন দেখে এ উপজেলার চাষিরা। এ বছর বিদ্যুৎ সরবরাহ ছিল অনেক ভালো। সার, বীজ ও বালাইনাশক সংকট ছিল না। ফলে ফসলের মাঠ অনেক সুন্দর হয়েছে। তাই এবার ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে চলতি ইরি-বোরো মৌসুমে ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। 

উপজেলার দামোদরপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃষক আনারুল ইসলাম বলেন, আমাদের উপজেলায় মিনিকেট, বিড়ি ২৮, বিড়ি ২৯, বিড়ি ৭৪, বিড়ি ৮১,বিড়ি ৮৮সহ বিভিন্ন জাতের ধানের আবাদ করা হয়েছে। বর্তমানে দামোদরপুরে পুরো মাঠজুড়ে এখন দোল খাচ্ছে আমাদের সোনালী স্বপ্ন। এবার বোরো চাষে বাম্পার ফলনের সম্ভাবনা দেখা যাচ্ছে, আশা করি প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে বোরো ধানের এবার বাম্পার ফলন হবে ইনশাআল্লাহ।

স্থানীয় আরও কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, কৃষি অফিসের সহযোগিতা পরামর্শে ও চাষাবাদ কৃত ইরি-বোরো ধান গতবারের চেয়ে এবার ভালো হয়েছে।বৈশাখ মাসের মাঝামাঝি সময়ে ধান কাটা শুরু হবে। কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে বিগত বছরের তুলনায় এবার ভালো ফলন ঘরে তুলতে পারবে তারা।

বদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা আফরোজ জানান, ইরি-বোরো ধান চাষে শুরু থেকেই কৃষি কর্মকর্তারা মাঠে রয়েছে। তারা সব সময় কৃষকদের পাশে থেকে সার্বিক পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছে।চলতি মৌসুমে আবহাওয়া স্বাভাবিক থাকায় বোরো ধানের রোগবালাই কম হওয়ায় ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। এবার চলতি মৌসুমে বদরগঞ্জ উপজেলায় ১৬ হাজার ৪ শত ৪৫ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষ করা হয়েছে। কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে আশা করছি এবারো বোরো ধানের বাম্পার ফলন হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.