× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়াইগ্রামে ৭ বছরের শিশু জুঁই হত্যার 'উত্তাল নাটোর জেলা জুড়ে' প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি।

১৬ এপ্রিল ২০২৫, ১৯:৩৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

নাটোরে বড়াইগ্রামে ৭ বছরের শিশু জুঁই কে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাটোর জেলা সদর,বড়াইগ্রাম উপজেলার  বনপাড়া,রাজাপুর,গাড়ফা সহ কয়েকটি স্থানে পৃথক পৃথক সংগঠন ও স্কুল কলেজের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে অংশগ্রহন করেন  স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ,স্কুল কলেজের ছাত্র ছাত্রী,বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ সহ নানা পেশাজীবির হাজার হাজার মানুষ। 

সকালে নাটোর শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে  মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  কানাইখালী এসে বিক্ষোভ সমাবেশ করা হয়। এদিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল নিয়ে উপজেলা চত্বর থেকে বনপাড়া প্রধান সড়ক হয়ে বনপাড়া বাইপাস চত্বরে ঘুরে বনপাড়া পৌরসভা সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে, ও বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠন,স্বেচ্ছাসেবী সংগঠন সহ জনসাধারনের অংশ গ্রহনে এ কর্মসূচী পালন করা হয়।এছাড়া সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজ বিক্ষোভ সমাবেশ পালন করেন।

উপর দিকে বিকাল ৩:০০ ঘটিকায় জুঁই হত্যা বড়াইগ্রাম উপজেলা গাড়ফা এলাকার সর্বস্তরের জনসাধারণ উদ্যোগে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠীত হয়েছে।


 এসময় বিক্ষুব্ধ জনতা ও নেতৃবৃন্দ অনতিবিলম্বে শিশু কন্যা জুঁইকে নির্মম ভাবে হত্যা সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবী জানান। এ নিয়ে নাটোর জেলা জুড়ে উত্তাল বিরাজ করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.