× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনও মাহমুদা কুলসুম মনি

মো: তুহিন ফয়েজ, মতলব চাঁদপুর প্রতিনিধি।

১৭ এপ্রিল ২০২৫, ১৫:৩২ পিএম

ছবিঃ সংগৃহীত।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসারমাহমুদা কুলসুম মনি বৃহস্পতিবার  (১৭ এপ্রিল) দাখিল পরীক্ষার  কেন্দ্র পরিদর্শন করেছেন ৷ উপজেলার ফরাজীকান্দি  উয়েসীয়া কামিল মাদ্রাসায় অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষায় ৫১৮  জন  দাখিল পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন ।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি ফরাজীকান্দি  উয়েসীয়া দাখিল পরীক্ষা কেন্দ্র ঘুরে পরীক্ষার হলে নিরবতা,শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সরজমিন পর্যবেক্ষণ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নউত্তরে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, আমি পরিক্ষা কেন্দ্র ঘুরে এখন পর্যন্ত এখানকার পরিবেশ ভালোই দেখছি ৷ এবারের মাদ্রাসা বোর্ডের দাখিল পরিক্ষা, স্কুল বোর্ডের এসএসসি ও সমমানের পরিক্ষা নকলমুক্ত সুন্দর একটি পরিক্ষা সমাপ্ত করার লক্ষে আমি সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করছি ৷

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আশ্রাফুল আলম, কেন্দ্র সচিব ও  ফরাজীকান্দি  উয়েসীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আতাউল করিম মুজাহিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: সাইফুল ইসলাম প্রমুখ ৷

এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি এসএসসি ও সমমানের বিভিন্ন পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন ৷
এছর মতলব উত্তর উপজেলায় ৯টি  কেন্দ্রে এসএসসি ও সমমানের পরিক্ষায় ছাত্রী ২ হাজার, ৫শ ৭৭ জন, ছাত্র ২ হাজার ৫১ জন সর্বমোট ৪ হাজার ৬শ ২৮ জন  এবং ১টি দাখিল পরিক্ষা কেন্দ্রে মোট ৫শ ১৮ জন  দাখিল পরিক্ষার্থী পরিক্ষা দিচ্ছেন বলে জানা গেছে ৷

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.