× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডাসারে খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি।

১৭ এপ্রিল ২০২৫, ১৬:০৬ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

মাদারীপুরের ডাসারে ৩৩নং ধামুসা মৌজার ১নং খতিয়ানে ৭২১ দাগের সরকারি খাল ও জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ  (১৭ এপ্রিল) সকালে কাঁঠালতলা বাজারে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় বাসিন্দা।

ঘন্টাব্যাপী চলা বিক্ষোভ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন শফিজউদ্দিন ঘরামী, অশ্র তালুকদার, রেদোয়ান হোসেন রুবেল, মীর অহিদুজ্জামান মিঠু সহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এসময় বক্তারা বলেন, পুরোনো খাল দিয়ে বহু মানুষ যাতায়াত করতো। এই খালের পানি দিয়ে কৃষকরা বিভিন্ন ফসল ফলাতেন। কিন্তু স্থানীয় সৈয়দ শাহ আলম ও সৈয়দ বেলায়েত হোসেন আওয়ামী লীগের ক্ষমতার দাপট খাটিয়ে খালটি ভরাট করে অবৈধভাবে একাধিক স্থাপনা নির্মাণ করেছেন। সরকারের কাছে এসব সকল অবৈধ স্থাপনা দ্ররুত উচ্ছেদ করে খাল পুনরুদ্ধার করার দাবী জানান স্থানীয়রা।

এ বিষয়ে ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন বলেন, জেলা প্রশাসনের নির্দেশে ডাসার উপজেলায় যেসব অবৈধ দখলদার আছেন বিশেষ করে খাল, তাদের বিরুদ্ধে এ্যাকশন নিয়েছি এবং ইতিমধ্যে শতাধিক দোকান উচ্ছেদ করেছি। এরই ধারাবাহিকতায় ডাসার বাজারে যে অবৈধ স্থাপনা আছে সে বিষয়ে আজকে মানববন্ধন হয়েছে। সে বিষয়ে আমরা পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করবো।

এদিকে সৈয়দ শাহ আলম ও সৈয়দ বেলায়েত হোসেন নিজেদের অপরাধ ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেন। এই ঘটনায় সাংবাদিকরা আদালতে মানহানি মামলা দায়ের করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.