ছবিঃ সংগৃহীত।
কক্সবাজারের পেকুয়ার উজানটিয়া অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারে দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। বুধবার বিকাল ৫টার সময় কক্সবাজার প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী শহিদুল ইসলাম।
অপরদিকে সংবাদ সম্মেলনের পরে ভোক্তভোগিকে হুমকি দিয়ে জিম্মি করে বক্তব্য রেকর্ড করেন অভিযুক্ত মিনহাজ উদ্দিন। তিনি জোর করে তাকে চিনে না বলে দাবী করতে বাধ্য করান। তবে সংবাদ সম্মেলনে ওই মিনহাজ উদ্দিনের ছবি হাতে নিয়ে তার বিষয়ে সরাসরি অভিযোগের তীর শহীদুল ইসলামের। এতে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন ভোক্তভোগি । শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, আমি গত ১৫ বছর ধরে পেকুয়ার উজানটিয়া মাছের প্রজেক্ট করে আসছি।
আমি উজানটিয়া মাছের প্রজেক্ট করতে গিয়ে উজানটিয়া কিছু অসাধু লোক কে প্রতিদিন বিভিন্ন ভাবে তাদের ইয়াবা বহন করতে দেখি, আমি তাদের বাদা দিলে তারা আমাকে ফ্যাসিস্ট সরকারের ভয় দেখায় এবং বিভিন্ন ভাবে হুমকি প্রধান করেন।
তিনি বলেন বিগত ২০১৮ সালের দিকে তাদের সাথে ইয়াবা ব্যবসায় আমি বাধা দিলে তাদের পরিবারের লোক নিয়ে উজানটিয়া টেকপাড়া আমার মাছের প্রজেক্টের বাসায় এসে আমাকে খুব বেশি মারধর করে এবং আমার একটা চোখ নষ্ট করে দেয়। এতে তারা ক্ষান্ত হয়নি পরে আমাকে ধরে নিয়ে গিয়ে তাদের একটি অস্ত্র দিয়ে পেকুয়া থানা পুলিশের কাছে তুলে দেয়। থানা পুলিশ আমাকে কারাগারে প্রেরণ করেন।
পরে আইনি ভাবে পুলিশের তদন্তের মাধ্যমে অস্ত্রটি আমার নয় বলে প্রমাণ হয় যার প্রমান আমার কাছে আছে। বিগত ২০২০ সালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের একটি ইয়াবা চালান ধরা পড়ে র্যাবের হাতে। যার পরিমাণ ছিল ১লক্ষ ২০হাজার পিচ। ভোক্তভোগি বলেন তারা আমাকে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন ভয়ভীতি দেখাত যার কারণে আমি এতদিন তাদের বিরুদ্ধে এত মুখ খুলতে পারেনি বা কোন ব্যবস্থা নিতে পারেনি। যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন সংবাদ সম্মেলনে অভিযোক্তরা হলেন,ওয়াজ উদ্দীন, নুরুন্নবী, জয়নাল আবেদিন, মিনহাজ উদ্দিন মিনার( সমন্বয় পরিচয় দানকারী), ইসমাঈল,কাইয়্যুম
,কফিল উদ্দীন,সরোয়ার আলম।
ভোক্তভোগিদের দাবী এখন তারা আমাদের সমন্বয়ক পরিচয়ে এখন আবার হুমকি দিচ্ছে। আমি তাদের বিরুদ্ধে সরকারি ভাবে আইনি ব্যবস্থা নিতে বর্তমান সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি। অপরদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনো পর্যন্ত সে সব অস্ত্রধারীদের গ্রেফতার করতে পারেনি।বর্তমানে হুমকিসহ প্রকাশ্য ঘুরাফেরা করলেও তাদের গ্রেফতার করা হচ্ছে না বলে অভিযোগ করেন তারা।
এদিকে, সন্ধ্যা নামলেই গ্রামের মানুষও ছিনতাই-ডাকাতির আতঙ্কে বাইরে বের হতে ভয় পায়। খোদ উজানটিয়া শত শত মানুষের সামনে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান কামনা করেছেন ভোক্তভোগিরা।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh