বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ই এপ্রিল) বেলা ১১ টায় এসি লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাগেরহাট জেলা বিএনপি'র আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান শিমুল, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান, বিশেষ বক্তা ছিলেন বাগেরহাট -৪ নির্বাচনী এলাকার মনিটরিং প্রধান খাদেম নিয়ামুল নাছির আলাপ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা, লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, মনিরুল হক ফরাজী, সরদার অহিদুল ইসলাম পল্টু, মনিরুল ইসলাম খান, শেখ আব্দুল হালিম খোকন, রুনা গাজী, ডক্টর কাজী মনির, আলহাজ্ব আব্দুল জব্বার মোল্লা, অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, সিকদার ফরিদুল ইসলাম, শহিদুল হক বাবুল, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, বিএনপি নেতা ইসকান্দার হোসেন, নিয়াজ মাহমুদ শৈবাল, শরিফ মোস্তফা জামান লিটু, হোসেন আনোয়ার হোসেন পঞ্চায়েত প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে বেলা বারোটায় মোড়েলগঞ্জ পৌর বিএনপি'র ভোট গ্রহণ শুরু হয়। ৬৩৯ জন ভোটারের মধ্যে ৫৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৩৩৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন সিকদার ফরিদুল ইসলাম, ৫১৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান মিলন এবং ২১৭ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন সেলিম মোল্লা।