× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিতাকে হারাতে হল প্রাণ

রাজশাহী ব্যুরো।

১৭ এপ্রিল ২০২৫, ১৭:৪৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

রাজশাহী মহানগরীর তালাইমাড়ী শহীদ মিনার এলাকায় মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় আকরাম হোসেন (৪৫) নামের এক মোটর শ্রমিককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে কিছু দুর্বৃত্ত। বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আকরাম হোসেন তালাইমাড়ী শহীদ মিনার এলাকার মৃত আমজাদ আলীর ছেলে এবং রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সক্রিয় সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আকরামের মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল তালাইমারি এলাকার নান্টু, বিশাল ও রতনসহ আরো বেশ কয়েকজন। এ বিষয়ে প্রতিবাদ করায় বুধবার রাতে তারা আকরামের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ইট দিয়ে তার মাথায় আঘাত করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে রাস্তার পাশে ফেলে চলে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত আকরামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এটি পূর্ব শত্রুতার জেরে সংঘটিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।”

এদিকে এলাকাবাসীর অভিযোগ, তালাইমাড়ী এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র ইভটিজিংসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.