× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা প্রতিনিধি।

১৭ এপ্রিল ২০২৫, ১৯:১২ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাইবান্ধায় মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  একই মামলার অপর দুই আসামিকে খালাস দিয়েছে বিচারক। আজ(১৭ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: আতিকুর রহমান এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের আদালতের নির্দেশে জেলা কারাগারে  পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে সোহেল রানা (৪১), একই গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (৩৭), আসাদুল ইসলাম (৩২) একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

এদিকে,খালাসপ্রাপ্ত আসামিরা হলেন,শরিফুল ইসলাম (৪৬) ও আনারুল ইসলাম। রায় ঘোষাণার সময় তারা আদালতে ছিলেন না।

মামলা সুত্রে জানা গেছে, র্যাব ১৩ এর উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের ২০২১ সালের ১৬ জুলাই  গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের পেট্রোল পাম্পের সামনে ট্রাকে তল্লাশি করা হয় এসময় ট্রাকের কেবিনের ভিতর থেকে পলিথিন মোড়ানো দুই প্যাকেট হেরোইন জব্দ করা হয়। পরে ট্রাকের চালক সোহেল রানাসহ তিনজনকে আটক করা হয়। পরে ওই এসআই বাদি হয়ে এ পাঁচজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদ বিশ্বাস রায়ের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আদালত তাদের দোষি সাব্যস্ত করেন। পরে বিচারক তাদের বিরুদ্ধে এ রায় দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.