লক্ষ্মীপুরের রায়পুরে অটোরিকশা চালক আরিফ ইসলাম শুভ (২১) এর চারদিনেও খোঁজ মেলেনি। অটোরিকশা নিয়ে ঘর থেকে বের হওয়ার পর থেকে তিনি আর ফিরে আসেননি। অটোরিকশাটিরও কোন হদিস মেলেনি।
আজ(১৭ এপ্রিল) দুপুরে ছেলের সন্ধানে সবার সহযোগিতা চেয়েছেন নিখোঁজের শুভ’র মা শিরিন আক্তার। এর আগে বুধবার (১৬ এপ্রিল) শিরিন তার ছেলের সন্ধান পেতে রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
নিখোঁজ শুভ উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া গ্রামের সেলিমের ছেলে।
নিখোঁজ শুভ’র মা শিরিন আক্তার থানায় অভিযোগে উল্লেখ করেন, শুভ গত ১৩ এপ্রিল সকালে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেননি। সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। তার সঙ্গে থাকা রিকশার মূল্য প্রায় ৭০ হাজার টাকা। এছাড়া তার কাছে নগদ ৩ হাজার টাকা ও একটি মোবাইলফোন রয়েছে। ধারণা করা হচ্ছে শুভকে অজ্ঞাত ব্যক্তিরা নিয়ে গেছে। এতে শুভর জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবার।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, নিখোঁজ অটোরিকশা চালকের মা থানায় লিখিতভাবে ঘটনাটি জানিয়েছেন। তার সন্ধানে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছেন বলেও জানান ওসি।