× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যু

মো: আরিফুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি।

১৮ এপ্রিল ২০২৫, ১৬:৪৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

দেশের বৃহত্তম উপজেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে এক মাস বয়সী রিমলি চাকমা নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিশুটির বাবা রিটন চাকমা ও স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার না থাকায় সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি। পরে বিকল্প উপায়ে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করা হলেও ব্যর্থ হন চিকিৎসকরা। এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ মন্তব্য করতে রাজি হননি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, "হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার সংকট রয়েছে, পাশাপাশি রয়েছে চিকিৎসক সংকটও। ১৬ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে মাত্র ৪ জন চিকিৎসক কর্মরত আছেন, তারাও নিয়মিত উপস্থিত থাকেন না। একটি মাত্র অ্যাম্বুলেন্স রয়েছে, সেটিও অচল। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও সমস্যার কোনো সমাধান হয়নি।"

এ বিষয়ে রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডা. নূয়েন খিসা জানান, "বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মেডিকেল অফিসার পদায়ন করা হয়েছে, তবে তিনি এখনো যোগদান করেননি। হাসপাতালে একজন প্রশাসনিক প্রধানেরও প্রয়োজন, তবে পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইওএইচএফপিও) এখনো যোগদান করেননি। দীর্ঘদিন ধরে একই জায়গায় চাকরির সুবাদে অনেকে অনিয়মে জড়িয়ে পড়েছেন। তাদের আর্থিক সমস্যা না থাকায় চাকরির প্রতি দায়বদ্ধতাও কমে গেছে। তারা জানেন, ৩-৪ বছরেও চাকরি যাবে না, তাই দায়িত্বশীলতা কমে গেছে।"

উল্লেখ্য, বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনও অত্যন্ত জরাজীর্ণ। বহুবার মেরামত করা হলেও অবকাঠামোর উন্নতি হয়নি। ঝুঁকিপূর্ণ ভবনে চিকিৎসাসেবা চালু থাকায় স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত একটি নতুন হাসপাতাল ভবন নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন করা সম্ভব হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.