বাগেরহাট জেলা সদরের বারুইপাড়া ইউনিয়ন বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১ টায় বারুইপাড়া ইউনিয়ন পরিষদে এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অতিবৃষ্টি ও ঝড়ো হাওয়া উপেক্ষা করে ইউনিয়নের ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচন করেন। দ্বি-বার্ষিক সম্মেলনের শুরুতে সার্বিক বিষয়ে আলোচনা করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বাগেরহাট - ২ (সদর কচুয়া) আসনে মনিটরিং টিম প্রধান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক, মনিরুল ইসলাম খান, ডাক্তার আব্দুর রহমান, ফকির তারিকুল ইসলাম, জাহিদুল ইসলাম শান্ত, আবুল কালাম আজাদ বুলু ,অ্যাডভোকেট নুরুল ইসলাম, শহীদ মলঙ্গীসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ভোট গণনা শেষে ফলাফলে দেখা যায় আনারস প্রতিক নিয়ে শেখ গোলাম মাসুদ ২৬৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। হরিণ প্রতিক নিয়ে এস এম মান্নান মল্লিক ২৩৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক এবং মোরগ প্রতীক নিয়ে মোঃ ইশারাত হোসেন ২০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ আলতাফ হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন খান আমিনুর রহমান।