× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতক্ষীরায় সেচপাম্পের অবৈধ বিদ্যুৎ সংযোগে জীবন গেল বিলকিস বেগমের

মীর খায়রুল আলম, সাতক্ষীরা প্রতিনিধি।

১৮ এপ্রিল ২০২৫, ২৩:১৫ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

সাতক্ষীরার তালায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে পরিচালিত সেচপাম্পের তারে জড়িয়ে বিলকিস বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও একজন। 

গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার আড়ংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় তাছকিয়া জান্নাত নামে ১ বছরের শিশু আহত হয়েছে।

মৃত্যু বিলবিস বেগমের স্বামী মিজানুর ইসলাম গাজী বলেন, আমি ভোর ৬ টায় ৫ জন শ্রমিক সাথে নিয়ে আড়ংপাড়া বিলে ধান কাঁটতে যাই। সকাল সাড়ে ৬ টার দিকে আমার স্ত্রী পুনতি কে সাথে নিয়ে মাঠে আমাদের ধান কাঁটা দেখতে যায়। দেখা করে ফেরার পথে পাশে আড়ংপাড়া গ্রামের কাদের শেখের ছেলে জাহিদ শেখের বৈদ্যুতিক মটরের তারে জড়িয়ে যায়। আমরা উদ্ধার করে এ্যাম্বুলেন্সে করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠালে রাস্তায় সে মারা যায়।

আড়ংপাড়া গ্রামের মহাসি হোসেন, রাজু হোসেন সহ অনেকেই বলেন, জাহিদ শেখ ইরি ব্লক করতে আড়ংপাড়া গ্রামের হজরত কারিগরের বাড়ির মিটার থেকে অবৈধ বিদ্যুত সংযোগ নিয়ে মটর টালাতো। ইরি ক্ষেতে পানি দেয়া শেষ হলেও সে সংযোগ বিচ্ছিন্ন করেনি। এলাকায় ঘেরে মাটি কাঁটার এস্কেভেটরে বেঁধে বিদ্যুতের তার ছিড়ে গেলে সে কভার বিহীন সাদা তার দিয়ে পূণঃরায় সংযোগ চালু করে। সকালে সেই তারে জড়িয়ে একজন মহিলা মারা যায় এবং একজন শিশু আহত হয়।

হযরত কারিগরের মেয়ে তহুরা ও তন্নি বলেন, আমরা পিতা ভাটায় কাজ করেন। তিনি এখন ভাটায় আছেন। আমাদের মিটার থেকে জাহিদ মটরের সংযোগ নিয়েছিলো। বৃহস্পতিবার সকালে একজন লোক মারা গেলে সে মিটার থেকে তার খুলে নিয়ে গেছে।

অভিযুক্ত জাহিদ শেখ বলেন, আমি অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়েছিলাম ঠিক তবে সেই তারে মানুষ মারা যায়নি। আর্থিনের তারে কারেন্ট হয়ে গিয়েছিলো। সেই তারে জড়িয়ে মারা গেছে।

পাটকেলঘাটা পল্লীবিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ জুলফিকার রহমান বলেন, এমন কোনো সংবাদ আমার কাছে আসেনি। এখন যেহেতু জানতে পারলাম, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, ঘটনার পরে তালা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সংক্রান্ত একটি ইউডি মামলা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.