রংপুরের বদরগঞ্জ উপজেলার সকল খামারিদের নিয়ে আমান ফিডের লিমিটেডের আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা করা হয়েছে। শনিবার ১৯ এপ্রিল দুপুর ১২টায় পৌর শহরের বালুয়াভাটা মদিনা কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলার আমান ফিড লিমিটেডের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. অনুকূল চন্দ্র সেন সিনিয়র ম্যানেজার (রংপুর বিভাগ) আমান ফিড লিঃ।আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে ছিলেন ড. মিনহাজুল ইসলাম সহকারী ম্যানেজার আমান ফিড লিঃ
খামারিদের উদ্দেশ্যে প্রধান বক্তা ড. অনুকূল চন্দ্র সেন বলেন, আধুনিক খামার গড়তে হবে কিভাবে লাভজনক উপায়ে গরু ও পালন করতে হয় তা নিয়ে বিষদ আলোচনা করেন । এ সময়ে খামারিরা ফিডের দাম নিয়ে সবাই অসন্তুষ্ট প্রকাশ করা ছাড়াও বিভিন্ন প্রশ্ন তুলে ধরা সহ ব্রয়লারের জটিল রোগ নিয়ে প্রশ্ন করেন।আলোচনা শেষে শেষ দিকে কুইজ পর্বের বিজয়ী খামারিদেরকে পুরস্কার বিতরণ করা হয়।