× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তালতলীতে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলা- গুরুতর আহত ২

সোহেল রিয়ান,তালতলী (বরগুনা) প্রতিনিধি।

১৯ এপ্রিল ২০২৫, ১৮:৩৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে সংঘটিত এক নৃশংস ও সুপরিকল্পিত হামলায় গুরুতর আহত হয়েছেন দুই ব্যক্তি। শুক্রবার সকাল ১১টার দিকে লাউপাড়া বাজার এলাকায় এই সন্ত্রাসী হামলা সংঘটিত হয়।

আহতরা হলেন—মোঃ মাসুম বিল্লাহ (৩৬), পিতা: মৃত মাওলানা আব্দুর রহিম এবং ফেরদৌস (১৭), এবারের এসএসসি পরীক্ষার্থী ও স্কুল ছাত্রদলের সাধারণ সম্পাদক। অতর্কিত এই হামলায় তাদের শরীরে ধারালো অস্ত্রের গভীর ক্ষতের চিহ্ন দেখা গেছে।

সন্ত্রাসের নেতৃত্বে সাবেক ইউপি সদস্য পনু মৃধা , মূল পরিকল্পনায় স্বপন মৃধা প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ বর্বর হামলার নেতৃত্ব দেন লাউপাড়া এলাকার সাবেক ইউপি সদস্য পনু মৃধা। হামলার নির্দেশদাতা ও মূল পরিকল্পনাকারী হিসেবে নাম উঠে এসেছে বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্য স্বপন মৃধা নামের এক প্রভাবশালী ব্যক্তির।

চিহ্নিত হামলাকারীরা হলেন রিদয় (২২), পিতা: সোহরাব আল-আমিন মৃধা (২৫), পিতা: চুন্নু মৃধা সজিব মৃধা (২৮),হাসান মৃধা (২২) তপু মৃধা (২০), পিতা: রিপন মৃধা এই সংঘবদ্ধ দলটি মাসুম বিল্লাহ ও ছাত্র নেতা ফেরদৌসকে বেপরোয়াভাবে পিটিয়ে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রাখে। ঘটনার সময় এলাকায় ব্যাপক ভীতি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছিনতাইয়ের শিকার প্রবাসীর পরিবারের সদস্য ঘটনার সময় হামলাকারীরা মাসুম বিল্লাহ এর ভাই প্রবাসী আহসান হাবীব এর কাছ থেকে জোরপূর্বক ১৫ আনার স্বর্ণের চেইন বাংলাদেশী নগদ ৫০ হাজার টাকা ২হাজার ৬শ ইউরো ও ৪টি ব্যাংক কার্ড ছিনিয়ে নেয়।

আহতরা বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শিক্ষার্থী ফেরদৌসের এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ এখন চরম অনিশ্চয়তার মুখে।

অব্যাহত দখলবাজি ও সহিংসতা ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত মৃধারা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। তারা রাজনৈতিক ছত্রছায়ায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এ ঘটনায় ওই এলাকা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীদের পরিবার ও স্থানীয়দের দাবি—হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, এ বিষয় লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.