মেহেরপুর জেলার গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনি। ফরম জমা দেয়ার শেষ তারিখ শনিবার(১৯ এপ্রিল) পর্যন্ত কেউ সাধারণ সম্পাদক পদে ফরম উত্তোলন করেন নি। আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিতব্য কাউন্সিলে তার কোন প্রতিদ্বন্দ্বী রইল না।
তাঁর পিতা সাবদাল হোসেন কালু ছিলেন এই ইউনিয়নের ৩ বার নির্বাচিত চেয়ারম্যান।
বিএনপি রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ও নির্যাতিত তৃণমূল নেতা হিসেবে মনিরুজ্জামান মনি এক আপসহীন সংগ্রামী কর্মী। ক্ষমতাসীন সরকারের দমন-পীড়ন ও নির্যাতনের মধ্যেও তিনি ন্যায়ের পক্ষে অটল ছিলেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।