অনুকূল আবহাওয়া আর উন্নত বীজে পটুয়াখালীতে মুগডালের বাম্পার ফলন হয়েছে। দামও বেড়েছে এবার। কম খরচে বেশি লাভ হওয়ায় খুশি কৃষকরা। আর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। মাঠের পরে মাঠ পাকা মুগডাল। যেন বিস্তীর্ণ সবুজের বুকে কালো সোনার হাতছানি। আবহাওয়া ভালো থাকায় এই ফসল ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালী অঞ্চলের কৃষকরা।
এবার জেলায় ৭০ মণ পর্যন্ত ফলন মিলেছ এক একর জমিতে। প্রতিমণের দাম পড়ছে ৪ হাজার থেকে ৪ হাজার ২০০ টাকা। যা গত বছরের চেয়ে ২০০ থেকে ৪০০ টাকা বেশি। কম খরচে ভালো লাভ পাওয়ায় দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের।
চাষিরা বলেন, ফলন গত বছরের তুলনায় ভালো হয়েছে। কম খরচে মুগডাল চাষ করে ভালো লাভ থাকে। বাম্পার ফলনে এবার পটুয়াখালীতে মুগডালের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা স্থানীয় কৃষি বিভাগের।
পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. নজরুল ইসলাম বলেন, মাঠে ফসলের অবস্থা খুবই ভালো। আশা করা যায় এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। কৃষকরাও লাভবান হবে। এ বছর পটুয়াখালী জেলায় ৮৮ হাজার হেক্টর জমিতে মুগডাল চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ১১ হাজার ১১৪ মেট্রিক টন; গত বছরের চেয়ে ২০ হাজার মেট্রিক টন বেশি।