ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোঃ মাহফুজুর রহমান গাজী রাজনৈতিক নোংড়া পরিবেশকে দায়ী করে সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। একওই সাথে জীবনে আর কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না হওয়ারও অঙ্গীকার করেন।
আজ ২৩ এপ্রিল বুধবার মাহফুজুর রহমান ঝালকাঠি জেলা ছাত্রদল সভাপতি ও সাধারন সম্পাদক বরাবরে লিখিত ভাবে তার এ সিদ্ধান্তের কথা জানান।
পদত্যাগ পত্রে মোঃ মাহফুজুর রহমান গাজী রাজনৈতিক নোংড়া পরিবেশ, পেশাগত দায়িত্ব ও ব্যক্তিগত কারণ দেখিয়ে এ পদত্যাগ পত্র প্রেরন করেন। বিষয়টি নিশ্চিত করে কাঠালিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম তুষার জানান, “মাহফুজুর রহমান গাজী দীর্ঘদিন ছাত্রদলের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করেছেন। আমরা তাঁর অবদানকে সম্মান জানাই এবং তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা করছি।” চেঁচরী রামপুর ইউনিয়ন ছাত্রদলের পরবর্তী সিদ্ধান্ত দলের কেন্দ্রীয় দপ্তরের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে বলে জানান তিনি।
মোঃ মাহফুজুর রহমান গাজী’র সক্রিয় উপস্থিতি এবং সাংগঠনিক দক্ষতায় ইউনিয়ন ছাত্রদল সুসংগঠিত ছিলো। তাঁর পদত্যাগে ইউনিয়ন ছাত্রদলের নেতৃত্বে অপরনীয় ক্ষতি হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
পদত্যাগের বিষয়ে মাহফুজুর রহমান গাজী বলেন, “রাজনৈতিক নোংড়া পরিবেশ, পেশাগত দায়িত্ব পালন ও আমার ব্যক্তিগত সমস্যার কারনে দল থেকে পদত্যাগ করেছি”।