× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সোনারগাঁও ফরেষ্ট চেক পোষ্টে অবৈধ চোরাই কাঠসহ গাড়ি আটক

মো. আল আমীন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি।

২৪ এপ্রিল ২০২৫, ১৭:১২ পিএম

ছবিঃ সংগৃহীত।

 নারায়ণগঞ্জের সোনারগাঁও ফরেষ্ট চেক পোষ্টের সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল কালে পাঁচ লাখ টাকা মূল্যের অবৈধ চোরাই আকাশমনি রদ্দা কাঠসহ ট্রাক আটক করেছে।

বুধবার সকাল ৬ টার দিকে উপজেলার আষাড়িয়ারচর এলাকা থেকে আনুমানিক ২০০ ঘনফুট আকাশমনি রদ্দা কাঠ উদ্ধার করা হয়। জানা গেছে, অবৈধ গাছের গাড়িটি ত্রিপল দিয়ে ডেকে ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হয়।

এসময় অবৈধ কাঠ পাওয়া যায় কাঠের পক্ষে বৈধ কাগজপত্র দেখতে চাইলে ড্রাইভার হেলপার দৌড়ে পালিয়ে যায়। সোনারগাঁও স্টেশনের স্টেশন কর্মকর্তা আবু তাহের জানান সঙ্গীয় সহকর্মীদের নিয়ে নিয়মিত টহলকালীন সময় গাড়ীটি সন্দেহ হলে সার্চ করা হয় এবং কাঠের বৈধ কাগজপত্র নাই বিধায় গাড়িসহ অবৈধ কাঠ আটক করা হয়। পরবর্তীতে গাড়ী নাম্বার ঢাকা মেট্রো ড ১৪-৭১৩৫ সোনারগাঁও অফিস হেফাজতে নিয়ে আসা হয়। বন মামলা প্রক্রিয়াধীন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.