খাগড়াছড়ির মাটিরাঙ্গা ১৫ফিল্ড আর্টিলারী জোনের দায়িত্বপূণ এলাকার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় অনুষ্টিত হয়েছে। আজ (২৪এপ্রিল) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা জোন সদরে, মাটিরাঙ্গা জোনের উদ্যােগে অত্র জোনের আওতায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে সভাটি অনুষ্টিত হয়েছে।
মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে.কর্ণেল কৌশিক জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত জোন অধিনায়ক লে.কর্ণেল ইব্রাহিম আধহাম পিএসসি, মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো: মাসুদ খান, পিএসসি উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উল্লেখ করে লে.কর্ণেল কৌশিক জাহান বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং পার্বতাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে নিরলস ভাবে কাজ করছে সেনাবাহিনী। দেশের যে কোন পরিস্থিতিতে সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতার করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
এসময়, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম, গুইমারা ২৮ আনসার ব্যাটালিয়ন এর উপ-পরিচালক শেখ কামরুজ্জামান,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.এনামুল হক চৌধুরী,মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত হাসিবুল হক, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.বদিউল আলম বদি, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নালসহ পদস্থ সামরিক কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।