× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভৈরবে পাওনা টাকা চাইতে গেলে নারীর শরীরে তেল ঢেলে হত্যার চেষ্টা

আরিফুল ইসলাম মামুন, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

২৫ এপ্রিল ২০২৫, ২২:০৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভৈরবে স্বামীর পাওনা টাকা চাইতে গেলে শরীরে সোয়াবিন তেল ঢেলে আইরিন নামের এক গৃহবধূকে হত্যার চেষ্টা করে দুই ভাই। তারা হলো ভৈরব বাজারের পশারী ব্যবসায়ী শাকিল (৪৩) ও আদিল (৪০)। শহরের কমলপুর এলাকার আবদুল কাশেম মিয়ার ছেলে তারা দুজন। অভিযোগকারী গৃহবধূর বাড়ীও একই এলাকায়। তার স্বামীর নাম নুর আলম। এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে গৃহবধূ আইরিন বাদী হয়ে দুইভাইকে আসামী করে থানায় একটি মামলা করে ( নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারার  মামলা নং -৪০)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গৃহবধূ আইরিনের স্বামী নূর আলমের নিকট থেকে গত তিন বছর আগে পশারী ব্যবসায়ী শাকিল বন্ধুত্বের খাতিরে ১২ লাখ টাকা ধার নেয়। কথা ছিল কিছুদিন পর টাকা দিয়ে দিবে। কিন্ত তিন বছর অতিবাহিত হলেও পাওনা টাকা ফেরত না দেয়ায় গত বুধবার বিকেলে  তার স্ত্রী টাকা চাইতে ভৈরব বাজার মিষ্টির পট্টির তার দোকানে যায়। স্বামীর অসুস্থতায় চিকিৎসার জন্য জরুরি টাকা প্রয়োজন ছিল তার। এসময় আইরিন তার স্বামীর পাওনা টাকা থেকে দুই লাখ টাকা চাইলে শাকিল ও তার ভাই আদিল তাকে টাকা দিতে অস্বীকৃতি জানায়। পরে পাওনা টাকা নিয়ে তার সাথে তর্কবিতর্ক শুরু হলে শাকিল তাকে গালাগালি করে। এসময় এক পর্যায়ে দুই ভাই তার দোকানের টিন থেকে সোয়াবিন তেল নিয়ে আইরিনকে হত্যার উদ্যেশে  শরীরে ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে। ঘটনাটি লোকজন দেখে শাকিলের দোকান থেকে আইরিনকে উদ্ধার করে। 

এ বিষয়ে আইরিনের বড় ভাই মোহাম্মদ আলী বলেন, শাকিল তিন বছর যাবত আমার ভগ্নিপতির পাওনা ১২ লাখ টাকা ফেরত দিচ্ছেনা। গত বুধবার আমার বোন টাকা চাইতে গেলে তারা দুইভাই মিলে তাকে শরীরে সোয়াবিন তেল ঢেলে হত্যার চেষ্টা করে।

অভিযোগকারী আইরিন বলেন, আমার স্বামী অসুস্থ, তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। তিন বছর আগে হাউলাত টাকা নিয়ে ফেরত দিচ্ছেনা। ঘটনার দিন আমি দুইলাখ টাকা চাইলে শাকিল তার ভাইকে নিয়ে আমার শরীরে তেল ঢেলে আমাকে  হত্যার চেষ্টা করে। ঘটনার সময় তারা আমাকে শ্লীলতাহানি করেছে।  পরে লোকজন আমাকে উদ্ধার করে। ঘটনার বিচার  ও টাকা ফেরত পেতে আমি মামলা করেছি।

ভৈরব থানার অফিসার ইনচার্জ ( ওসি) খন্দকার ফূয়াদ রুহানী জানান, ঘটনায় ওই নারী গতকাল বৃহস্পতিবার রাতে  থানায় দুজনকে আসামী করে একটি মামলা করেছে। মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.