× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুড়াল দিয়ে কুপিয়ে শিশু হত্যার ঘটনায় হত্যাকারী আটক

কামরুল হাসান টিটু,রংপুর ব‌্যু‌রো

২৬ এপ্রিল ২০২৫, ১৮:৫৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

রংপুরের পীরগঞ্জে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে বেলাল হোসেন (১২) নামে এক শিশুকে হত্যা করেছে বিটুল মিয়া (২৫) নামে এক যুবক । এ ঘটনায় হত্যাকারী বিটুল মিয়াসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ(২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ফারুক। হত্যাকারী বিটুলের নামে থানায় আরো একটি হত্যা মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে হাসারপাড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলে বেলাল হোসেন (১২) তার দুই বন্ধুকে নিয়ে বাড়ির পার্শ্বে বড়দহ বটতলা নামকস্থানে গরুর ঘাস আনতে যায়। এ হত্যাকারী বিটুল মিয়া সেখানে বেলালের সাথে অহেতুক অশালীন ভাষায় কথা বলতে শুরু করে। একপর্যায়ে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হলে বিটুল তার সাথে থাকা চাইনিজ কুড়াল দিয়ে বেলালের মাথায় কোপ মারে। এ সময় বেলালের দুই বন্ধুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হত্যাকারী বিটুল পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় বেলালকে প্রথমে পীরগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তিতে অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। 

এদিকে খবর পেয়ে পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুকসহ সেনাসদস্যের একটি বিশেষ বাহিনী ঘটনাস্থল থেকে হত্যাকারী বিটুলের নানা, নানী, ২ মামাসহ ৫ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে সাড়াশি অভিযান চালিয়ে রাত ৩ টার দিকে কুমেদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের জহুরন নেচার বাড়ি থেকে মুল হত্যাকারী বিটুলকে গ্রেফতার করে পুলিশ। 

উল্লেখ্য, হত্যাকারী বিটুল মিয়া পীরগঞ্জ  উপজেলার ভেন্ডাবাড়ী এলাকার রাঙ্গাপুকুর গ্রামের আনারুল ইসলামের ছেলে। কিছুদিন থেকে তার নানার বাড়ী হাসারপাড়া গ্রামে অবস্থান করছেন তিনি। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.