নাটোর জেলা আইনজীবী সমিতির আইনজীবী সাধন কুমার দাসের উপর দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টার দিকে জেলা আইনজীবী কার্যালয়ের সামনে আইনজীবী সমিতির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি সভাপতি ও পিপি রুহুল আমিন তালুকদার টগর,সাধারন সম্পাদক শরিফুল হক মুক্তা,লোকমান হোসেন বাদল,প্রসাদ কুমার বাচ্চা সহ আইনজীবীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন সাধন দাস একজন আইনজীবী।
তার উপর দৃর্বৃত্তদের হামলা কোন ভাবেই মেনে নেওয়া যায়না। অনতিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান বক্তারা।
উল্লেখ্য , গত ২৩ এপ্রিল রাতে অ্যাডভোকেট সাধন কুমার দাস এর লালপুর উপজেলার গোপালপুর ঠাকুর মোড়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়। ডাকাত দল সাধন কুমার দাস তার ভাতিজা রিপন কুমার এবং স্ত্রীকে কুপিয়ে জখম করে গুরুতর আহত করে স্বর্ণালঙ্কার এবং টাকা পয়সা লুট করে নিয়ে যায়। পরে এলাকাবাসী অ্যাডভোকেট সাধন দাসকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।