শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশের পৃথক অভিযানে ভারতীয় মদ ও হেরোইনসহ দুই যুবককে আটক করা হয়েছে।
(২৫ এপ্রিল) রাতে মধুটিলা ইকোপার্কের বাউন্ডারির সামনে থেকে ১১ বোতল ভারতীয় মদসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ। অন্যদিকে, ২৬ এপ্রিল (শনিবার) শিমুলতলা সাকিনস্থ পল্লী বিদ্যুৎ ব্রিজ এলাকায় পুলিশের অভিযানে ৩ গ্রাম হেরোইন সহ আরেকজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেনঃ- ৩ গ্রাম হেরোইন সহ গড়কান্দা এলাকার মর্তুজ আলী ওরফে টগা'র পুত্র সামির ইসলাম ওরফে আয়ন(১৯) ও অন্যদিকে ১১ বোতল মদসহ আটক উপজেলার সমশ্চুড়া এলাকার মু্র্শেদ আলমের পুত্র কবির হোসেন(১৯)
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারকালে মধুটিলা ইকোপার্কের বাউন্ডারির সামনে থেকে তল্লাশি চালিয়ে ১১ বোতল ভারতীয় মদসহ কবির হোসেন(১৯)কে আটক করা হয়। অন্যদিকে আরেক অভিযানে
সামির ইসলাম ওরফে আয়ন'কে ৩ গ্রাম হেরোইন সহ আটক করা হয়। আটকের আগে দৌড়ে পালানোর চেষ্টা করলে সে ব্রিজ থেকে লাফ দিয়ে পানিতে পড়ে যায়। পরে পুলিশ সদস্যরাও পানিতে লাফিয়ে পড়ে তাকে আটক করতে সক্ষম হয়।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।