× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাফলংয়ে নিখোঁজের ৩দিন পর শ্রমিকের মৃতদেহ উদ্ধার

সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি।

২৭ এপ্রিল ২০২৫, ১৭:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩ং পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং পিয়াইন নদীতে পাথর বোঝাই নৌকা ডুবে সাজল মিয়া (৩৪) নামে এক পাথর শ্রমিক নিখোঁজের ৭২ঘন্টা পর ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিখোঁজ সাজল মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চতুর্ভুজ গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে বারকি নৌকা নিয়ে জাফলংয়ের জিরো পয়েন্টস্থ টিকলী নামক স্থান থেকে রাতের আঁধারে বালু-পাথর আনতে গেলে নৌকায় পাথর বোঝাই করে ফেরার পথে প্রচণ্ড ঝড় ও পাহাড়ি ঢলের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে নিহত সাজলের সহযোগী আশিকুলের আর্তচিৎকারে আশপাশে থাকা নৌকার শ্রমিকরা আশিকুল ইসলামকে উদ্ধার করলেও সাজল মিয়াকে উদ্ধার করতে পারেনি। নদীর স্রোতে হারিয়ে যাওয়া সজলের মরদেহ রবিবার সকাল ১০টার দিকে পিয়াইন নদীতে ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশের এসআই ওবায়দুল্লাহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে নিহত সাজলের মরদেহটি উদ্ধার করেন।

গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার এসআই উৎসব কর্মকার বলেন, জাফলংয়ের জিরো পয়েন্টস্থ টিকলি নামক স্থান থেকে পাথর আনতে গিয়ে নিখোঁজ পাথর শ্রমিক সাজল মিয়ার মরদেহটি পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.