× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামপালে মৎসঘেরে বিষ প্রয়োগ দেড় লক্ষ টাকার ক্ষতি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।

২৭ এপ্রিল ২০২৫, ১৮:১৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

রামপালের কুমলাই গ্রামে মৎসঘেরে বিষ প্রয়োগ করায় ঘের মালিকের দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘের মালিক জেহাদ হাওলাদার।

লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার কুমলাই গ্রামের মৃত হামিদ হাওলাদারের ছেলে জেহাদ হাওলাদার তার পৈতৃক ৬ বিঘা জমিতে দীর্ঘ দিন ধরে মাছ চাষ করে আসছিলেন। ঘের ব্যাবসায়ী জেহাদ তার ঘেরে বাগদা, গলদা ও সাদা মাছ চাষ করে আসছেন। ঘটনার দিন গত ইং ২৫ এপ্রিল রাত ১০ টা থেকে সাড়ে ১০ টার মধ্যে একই গ্রামের মৃত রাজ্জাক হাওলাদার ছেলে সুমন হাওলাদার পূর্ব শত্রুতার জের ধরে ঘেরে প্রবেশ করে বিষ প্রয়োগ করেন।

এতে জেহাদের ঘেরে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় দেড় লক্ষ টাকার মাছ মারা যায়। একমাত্র আয়ের উৎস হারিয়ে জেহাদ এখন পথে বসেছে। অভিযোগের বিষয় সুমনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে রামপাল থানার ওসি আতিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.